তাজউদ্দীন আহমদ থেকে স্বাধীন বাংলাদেশ

লিখেছেন লিখেছেন মাহফুয রহমান ১২ মে, ২০১৪, ০৯:১৬:১৪ রাত



অনেক দিন ধরে লিখব বলে লেখা হচ্ছে না; আজ লিখতে বসেই গেলাম। কিছু দিন পূর্বে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ সাহেবের জ্যৈষ্ঠ কন্যা, যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন আহমদের লেখা একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে; গ্রন্থটির নাম “তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা”। দৈনিক মানব জমিন ক্রমানুসারে তা প্রকাশ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। শারমিন আহমদের লেখা গ্রন্থ “তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা” ভিত নাড়িয়ে দিয়েছে স্বাধীনতা নিয়ে আমাদের বিশ্বাস; গ্রন্থ’টির লেখা যদি আমি বিশ্বাস করি...!!! তাহলে সন্দেহাতীত ভাবে আমাকে বিশ্বাস করতেই হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ১নং সেক্টরের অধিনায়ক, যেড ফোর্সের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান। আর তারেক রহমানের লন্ডনে দেওয়া বক্তব্য সন্দেহাতীত ভাবে সত্য; তারেক বলেছিলেন “যদি ০৭ই মার্চ শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন; তাহলে ২৫ই মার্চ পর্যন্ত তিনি ইয়াহিয়া খাঁনের সাথে কি করেছেন”।

নাগরিক মঞ্চের প্রধান মাহমুদুর রহমান মান্না মন্তব্য করেছেন “তাজউদ্দীন কন্যা পরিনত হবেন রাজাকার কন্যায়”। হয়ত ক্ষমতাসীন রাজনৈতিক দলের আচরনের কারনেই একথা বলেছেন তিনি; কারণ ক্ষমতাসীন দলগুলোর আচরন কখনোই সাধারনের জন্য সুখকর নয়। ইতিহাস যাই হোক না কেন? আমরা কিন্তু স্বাধীনতা লাভ করেছি! যদিও প্রতিবেশী ভারতের ক্রমবর্ধমান অগ্রাসনের কারণে সেই স্বাধীনতা আজ প্রত্যক্ষ হুমকিতে। ৫ই জানুয়ারীর নির্বাচনের পর থেকে তরুণ সমাজের অধিকাংশ’তো মনেই করে বর্তমান বাংলাদেশ ভারতের অঘোষিত অঙ্গরাজ্য, এবং বাংলাদেশকে ভোগ করতে হবে স্বাধীন সিকিমের ভাগ্য...!!!

দেশের সাধারণ নাগরিক হিসেবে ক্ষমতাসীন সরকারগুলোর প্রতি অনুরোধ থাকবে, জাতির পিতা ও স্বাধীনতার ঘোষক উপাধি কিংবা পদবী, শেখ মুজিব ও জেনারেল জিয়াউর রহমান’কে নিয়ে টানাটানি না করে জাতির সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরুন। নতুবা সঠিক ইতিহাস প্রকাশিত হলে জাতি সুনিশ্চিত ভাবে আপনাদের নিক্ষেপ করবে আস্তাকুঁড়ে। যেখান থেকে ফেরার আর কোন উপায় থাকবে না; কারণ ইতিহাস কখনোই কাউকে ক্ষমা করেনি...। সঠিক ইতিহাস সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ দেখার প্রত্যাশায়...।

লেখকঃ

মাহফুয রহমান

গবেষক ও শিক্ষানবীশ সাংবাদিক

বিষয়: রাজনীতি

১২৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220809
১২ মে ২০১৪ রাত ০৯:৪১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ মে ২০১৪ রাত ০৯:৪৭
168361
মাহফুয রহমান লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ; আর ভালো লেগেছে শুনে আরোও ভালো লাগলো। Happy
220813
১২ মে ২০১৪ রাত ১০:০১
নীল জোছনা লিখেছেন : দেশের সাধারণ নাগরিক হিসেবে ক্ষমতাসীন সরকারগুলোর প্রতি অনুরোধ থাকবে, জাতির পিতা ও স্বাধীনতার ঘোষক উপাধি কিংবা পদবী, শেখ মুজিব ও জেনারেল জিয়াউর রহমান’কে নিয়ে টানাটানি না করে জাতির সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরুন


আমার কথাও সেম সেম
১৪ মে ২০১৪ রাত ০৩:০৮
168729
মাহফুয রহমান লিখেছেন : ধিক জানিয়ে মনে হয় লাভ নেই...!!! কারণ, লজ্জা আমাদের আছে কিন্তু রাজনীতিবিদদের আছে বলে মনে হয় না...!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File