চাই সত্যিকারের দেশ প্রেমিক...।
লিখেছেন লিখেছেন মাহফুয রহমান ২৭ মার্চ, ২০১৪, ১২:৩৫:৪৩ রাত
আজ আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের দ্বিতীয় প্রহরে এসে দেশপ্রেমের কথা ভীষণ ভাবে নাড়া দিল...।
দেশপ্রেম কি...???
দেশপ্রেম দরাজ কন্ঠে "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" গাওয়া...। কিন্তু বিনোদনের সময় দেশীয় বিনোদন মাধ্যমকে বাদ দিয়ে ভারতীয় সাংস্কৃতি; তথা ভারতীয় বিনোদন মাধ্যমের খাঁটি দর্শক বনে যাওয়া...!!! পরার সময় বিশ্বমানের দেশীয় বস্র বাদ দিয়ে আশিকি-২, সানি লিওন, চিকনী চামেলী, পাঞ্জাবী লেহেঙ্গা অথবা থাইল্যান্ডের জামা গাঁয়ে জড়ানো...??? প্রসাধনী ক্রয় ও ব্যাবহারের সময় ভিনদেশী প্রসাধনী ক্রয় ও ব্যাবহার করা...??? নাবান্ন, বসন্ত উৎসব পাশ কাটিয়ে হোলি উৎসবে মেতে উঠা...!!! স্বদেশের নয়ন জুড়ানো রুপ না দেখে বিদেশী সৌন্দর্য আবিস্কারে মত্ত হয়ে যাওয়া...??? কাঁড়ি কাঁড়ি দেশের অর্থ পাচার করা...!!!
এই যদি হয় দেশপ্রেম...!!! তাহলে এই দেশপ্রেম আমার দরকার নাই, দরকার নাই ভন্ড দেশপ্রেমিক বন্ধুর...।
লাখো কন্ঠে সোনার বাংলা গাইতে চাইনা, চাই সত্যিকারের লাখো দেশপ্রেমিক...। রইলাম সত্যিকারের দেশপ্রেমিকের অপেক্ষায়...।
বিষয়: বিবিধ
১৩৩১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি ঠিকই বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন