কি থাকিলে আদর্শ পুরুষ হইবেন...!!!

লিখেছেন লিখেছেন মাহফুয রহমান ২৬ নভেম্বর, ২০১৩, ০১:২০:৫১ রাত

অতি সম্প্রতি দেশের অন্যতম দৈনিক কালের কন্ঠ নারীর চোখে আদর্শ পুরুষের বৈশিষ্ট্য প্রকাশ করেছে। যদিও জানা যায়নি সংবাদদাতা নারী না কি পুরুষ। যাই হোক এখন দেখা যাক আমরা পুরুষ‘রা কতদূর যেতে পারি। আমার অতিশয় মূল্যবান মতামত সমূহ প্রকাশ করা হল। তা জনাব! আপনার কি অবস্থা...!!!

১. ঝাড়া ৬ ফুট উচ্চতা

- ইসসিরে ৪ ইঞ্চির জন্য ধরা! তবে কন্যা আপনার উচ্চতাটা যেন কত?

২. পেশীবহুল, একহারা এবং অ্যাথলেটিক দেহের অধিকারী?

- জীনগত সমস্যা। বিবাহের পূর্বে হওয়ার সম্ভবনা নাই তবে চেষ্টায় আছি।

৩. বাদামী চোখ?

- মাফ করবেন।

৪. ছোট কাল চুল?

- চুল কালো কিন্তু মাঝারি সাইজের। নাপিতের কাছে গেলেই ছোট হয়ে যাবে ইনশাল্লাহ।

৫. রুচিশীল পোশাক সম্পর্কে ধারণা আছে?

- ভাসা ভাসা! তবে নির্ভর করবে রুচির উপর।

৬. স্টাইলিশ?

- অতি আপেক্ষিক ব্যাপার। বিষয়বস্তু স্পষ্ট বলতে হবে বলতে হবে।

৭. পানীয়ের ব্যাপারে সচেতন?

- পানীয়ের ধরনের ব্যাপারে স্পষ্ট ধারনা দিতে হবে।

৮. অধূমপায়ী?

- চারপাশে যখন চলে ধূমপান, তখন আপনার ফুসফুস নিরাপদ রাখা কি যায়!

৯. রুচিশীল জিন্স, শার্ট এবং ভি গলার গেঞ্জি বাছাইয়ে পারদর্শী?

- যদি সমানভাবে রুচিশীল হয়!

১০. মাত্র ১৭ মিনিটেই বাইরে যেতে প্রস্তুত হতে পারেন?

- ধুর এইটা কিছু হইলো? দুই মিনিটে রেডি। তবে কন্যা আপনার কতক্ষণ লাগবে?

১১. সৌখিনভাবে জীবনধারণে উপার্জনক্ষম?

- পরের প্রশ্ন।

১২. পরিবারের বন্ধন চান?

- অবশ্যই। তবে নিজের বাবা-মা ভাই বোনের সাথেও, শুধু কন্যা আপনার সাথে না।

১৩. কেনাকাটা পছন্দ করেন?

- অবশ্যই। কিন্তু দ্রুতগতিতে। কেনাকাটা করতে গিয়ে রানিক্ষেত মুরগীর মত ঝিমালে চলবে না।

১৪. গোশত খেতে পছন্দ করেন?

- ছাগল ও শুকর ছাড়া।

১৫. গোসলে বাছাই করা সাবান ব্যবহার করেন?

- করি। সাবানের নামঃ ডেটল।

১৬. ক্লিন শেভ করেন?

- সময় সুযোগ বুঝে।

১৭. মসৃন চওড়া বুক?

- জবাব দিতে শরম লাগে! গোপনে এসে দেখে যেতে পারেন।

১৮. ফুটবল/ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন?

- মাঝে মাঝে।

১৯. স্টাইলিশ গাড়ি চালান?

- যদি আপনি কিনে দেন...!!! ইনশাআল্লাহ, ফ্রি চালিয়ে দিবো।

২০. শিক্ষিত?

- শিক্ষিত’এর সংজ্ঞা কি? পরিস্কার করে বলতে হবে।

২১. অন্তত প্রেমিকা বা স্ত্রীর চেয়ে বেশি আয় করেন?

- সেটা করেও কি রক্ষা হবে?

২২. কৌতুক করেন এবং নিজেও হাসেন?

- উভয়ই। তবে সেটা বুঝার ক্ষমতা আছে সেই নিশ্চয়তা দিতে হবে।

২৩. সঙ্গিনীর মন খারাপে তারও মন খারাপ থাকে?

- ওমা...!!! এইডা কেমন কথা? ক্ষুধা লাগছে আমার আর খাবার খাবে প্রতিবেশী?

২৪. সত্যিকার অর্থেই সঙ্গীনিকে ভালোবাসেন?

- সন্দেহ কি তাই?

২৫. অন্য নারীর দিকে তাকালে তা স্বীকার করেন?

- যাহা বলিব সত্য বলিব। তবে এই নিয়ে পরে ভ্যাজর ভ্যাজর করা যাবে না।

২৬. ড্রাইভিং লাইসেন্স আছে?

- সময়ের ব্যাপার মাত্র।

২৭. সাঁতার কাটতে পারেন?

- পানিতে তো পারি। তবে অন্য কোথাও হলে ভেবে দেখতে হবে...!!

২৮. বাইক চালাতে দক্ষ?

- সময়ের ব্যাপার মাত্র।

২৯. গাড়ি বা বাইকের চাকা বদলাতে পারেন?

- সময়ের ব্যাপার মাত্র।

৩০. প্রতিদিন নিজের মায়ের খোঁজ নেন?

- ১০০%।

আদর্শ পুরুষের ৩০টি শর্তের মাঝে ৯০% পূরণ করতে পারছি ইনশাল্লাহ। আদর্শ নারী হিসাবে একটি মাত্র শর্ত দেখেন কয়জনে পূরণ করতে পারেন।

- হিন্দি সিরিয়ালসহ কোনো ধরনের হিন্দি চ্যানেল দেখা যাবে না!

..... .... .... .... ....

(সংগৃহীত এবং পরিমার্জিত)

বিষয়: বিবিধ

২১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File