যুদ্ধ ছাড়া একটি দেশ যেভাবে দখল করা যা........

লিখেছেন লিখেছেন মহাজাগতিক শয়তান ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৩২:০২ দুপুর



একটা দেশকে বিনা যুদ্বে দখল করে নেবার জন্য খুব বেশি কিছু করতে হয়না, এই তথাকথিত সভ্য জগতে এখন ও যুদ্ব চলে তবে তার ধরন একটু ভিন্ন। আমি আতংকিত আমদের শত্রুরা আমদের বিরুদ্বে প্রচন্ড রকম সক্রিয়।

মাদক

একটি জাতিকে ধবংস করার সব চেয়ে বড় উপায় হল ওই জাতির যুব সমাজকে মাদকে আসক্ত করে তোলা। আমদের দেশে যে ভাবে ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন আসক্তর সংখ্যা দিন দিন বাড়ছে তাতে এটা বললে আর অত্যুক্তি হবে না যে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। কিছু দিন আগে পেপারে দেখলাম আর্মির এক মেজর ফেন্সিডিল সহ ধরা পড়ছে, বিচার বিভাগের এক জজ যশোর থেকে ঢাকা ফেন্সিডিল আনার সময় হাতে নাতে গ্রেফতার। উচ্চবিত্ত সমাজে ইয়াবা সেবন করা এখন ষ্টাটাস মেইন্টেইন করার একটা সাধারন পন্থা।

জাল টাকা

একটা দেশকে সম্পূর্ন রূপে ধবংস করার জন্য সেই দেশে জাল টাকা সরবরাহ করা আন্তর্জাতিক রাজনিতীর একটা নোংরা পদ্বতি। ভারত পাকিস্তান এ নোংরা খেলায় অনেকদিন ধরেই জড়িত। শোনা কথা বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করার জন্য আমাদের নিকটতম কোন কোন দেশ নাকি আমাদের দেশে জাল টাকা ঢুকানোর পায়তারা করছে। যদি কোন ভাবে তারা সাফল্য লাভ করে তবে খুব শীঘ্রী আমদের দেখতে পাবেন কোন পরাধীনতার শেকলে জড়ানো।

সংস্কৃতি অগ্রাসন

আকাশ সংস্কৃতির জন্য আজকের প্রজন্ম অনেকাংশেই শেকড় বিহীন হয়ে গেছে। আধুনিকতার অপর নাম হয়ে গেছে হিন্দিতে কথা বলা। একটা প্রজন্মকে যদি সংস্কৃতিতে পঙ্গু করে দেয়া যায় তা হলে কোন দেশ আর যুদ্ব করে দখল করতে হয়না। বিনা যুদ্বেই অনেকটা ওই দেশ দখল হয়ে যায়। সাংস্কৃতিক অগ্রাসন একটা দীর্ঘকালীন ব্যাপার। তবে খুব ভাল কাজ দেয়। কারন যখন একটা প্রজন্ম তাদের নিজের শেকড় থেকে দূরে থেকে অন্য সংস্কৃতিতে বড় হয় তখন নিজের দেশের প্রতি কোন মায়া জন্মে না।

মৌলবাদ

মৌলবাদকে একটা গুনে ধরা গাছের সাথে তুলনা করা যায়। কোন দেশে যখন মৌলবাদের প্রসার ঘটে তখন বাহির থেকে বুজা যায়না ওই দেশের মানুষদের নিজেদের মধ্যে কতখানি দুরত্ব তৈরী হয়। আমদের মত দেশে যেখানে শিক্ষার হার ভীষন কম আর দারিদ্রের সাথে নিত্য বসবাস সেখানে মৌলবাদের প্রসার প্রায় অনিবার্য। স্বল্পশিক্ষিত মানুষজন প্রায়ই মৌলবাদ ও স্বাভাবিক ধর্মাচারনকে এক করে ফেলে। মৌলবাদের প্রসার একটা দেশকে কি ভাবে পরাধীনতার শিকল পড়ায় তার জ্বলন্ত উদাহরন আফগানিস্তান, সুদান।

অসৎ প্রোপাগান্ডা

কিছুদিন আগে পত্রিকায় বেশ ফলাও করে একটা খবর আসছে যে বাংলাদেশ নাকি আগামী ২০৫০ সাল নাগাদ ইঊরোপ আমেরিকার থেকেও বেশি অর্থনৈতিক প্রবৃদ্বি অর্জন করবে। এটা তো খুব সাধারন ব্যাপার যখন আমরা অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জনের দিকে ধাবিত হব তখন ইউরোপ আমেরিকাও বসে থাকবে না তারাও তাদের অবস্থান থেকে অগ্রগতি অর্জন করবে। আসলে এই ধরনের প্রোপাগান্ডা চালিয়ে একটা অলীক কাল্পনার জগত তৈরী করে আমাদের প্রতিদ্বন্দ্বীরা আমদের মানসিক ভাবে স্বপ্ন জগতে বিচরন করিয়ে নিজেরা তাদের কাজ শক্ত পরিশ্রমের মাধ্যমে হাসিল করে নেয়।

একবার ভাবুন তো আমরা কি একটা যুদ্বকালীন সময় অতিবাহিত করছি কিনা?



বিষয়: বিবিধ

১৯৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File