যেতে দাও

লিখেছেন লিখেছেন বিষুব আহমেদ ১৪ জানুয়ারি, ২০১৪, ০৮:৫১:৫৮ রাত

হে প্রেয়শী, তুমি কি শুননা মজলুমানের ডাক,

দজলা-ফুরাতে রক্ত নদী এখনো বহে যে।

কাঁদে অসহায় নর-নারী পৃথিবীর প্রান্তরে,

আফগান, আরাকানে বিশ্বমানবতা দহে যে।

তবু কেন এই মেহেদী রাঙ্গা হাত,

এজিদ বাহিনী চিৎকার করে ময়দানে।

হোসাইনকে রাখবে কি বেঁধে তব আলিঙ্গনে।

উষ্ণ ঠুট আর কোমলতা নয়,

দু হাতে জুলফিকার তুলে দাও।

মজলুম জনতা হোসাইনের পথ চাহে যে।

* জুলফিকার, হযরত আলী রা: এর তলোয়ার

বিষয়: বিবিধ

১২৬৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162603
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫১
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : বেশ ভালো লাগলো। বিপ্লব তোমাকে ডাকছে/ পৃথিবী যে তোমাকে চাচ্ছে/ জালেমের উৎপাতে জীবনের ফুটপাতে মজলুম শোন কাতরাচ্ছে/ তুমি কেন ঘুমিয়ে থাক হে/ নিজেকে জড় করে রাখ হে.......
162620
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৪
বিষুব আহমেদ লিখেছেন : উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ
162654
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:১৫
রাইয়ান লিখেছেন : খুব ভালো লেগেছে .... Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File