খোকন ঘুমল পাড়া জোড়াল
লিখেছেন লিখেছেন বিষুব আহমেদ ১২ সেপ্টেম্বর, ২০১৩, ১০:১৯:৪৪ রাত
খোকন ঘুমল পাড়া জোড়াল
দালাল এল দেশে
খোকার বোন যে মারা গেল
প্রতিশোধ নেবে কে সে
মা কাদে বাপ কাদে
কাদে ছোট বোন
কচি খোকার বুকের ভেতর
আছরে পড়ে খুন
খোকা বলে যুদ্ধে যাব
জড়িয়ে ধরে মা
খোকা বলে শহীদ হবো
তুমি কেদো না
বিষয়: বিবিধ
১৩৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন