শুভ বুদ্ধির জয় হোক
লিখেছেন লিখেছেন আবু ওবাইদা আরাফাত ১০ নভেম্বর, ২০১৩, ১০:৩০:০২ রাত
শেখ হাসিনা বড় দয়াময়ী- দেশের মানুষের শান্তির জন্য অবশেষে প্রধানমন্ত্রীত্ব ছাড়ার ঘোষণা দিলেন- আজ অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের খতিব সম্মেলনের বক্তব্যে। তো আর দেরি কেন? হয়ে যাক তত্ত্বাবধায়কের অধীনে নিরপেক্ষ নিবাচন। জাতি এতদিন এমন একটি বক্তব্য শুনার অপেক্ষায় ছিল । ছেড়ে দিন ধৃত জাতীয় নেতাসহ বিরোধী সকল নেতা-কমীদের। খালেদা জিয়াকে পানিতে মারতে গেলেন কেন? এসব কি হচ্ছে? ভুলে যাবেন না আপনিও বিরোধী দলের নেতা ছিলেন। খালেদাকে অঘোষিত গৃহবন্দিত্ব থেকে মুক্তি দিন। রাম -সামদের কুবুদ্ধি ধরে দেশ ও গণতন্ত্রকে প্লিজ আর কুলুষিত করবেন না। অনেক হয়েছে, আর নয়। আশাকরি আর দ্বিমূখিতা নয়, এ বক্তব্যকে বাস্তবে রূপ দিবেন। শুভ বুদ্ধির জয় হোক।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন