বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য দিবস জরুরী নয়
লিখেছেন লিখেছেন আবু ওবাইদা আরাফাত ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ১১:০৬:৩৮ রাত
বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য দিবস জরুরী নয়। সকল বন্ধুর প্রতি ভালোবাসা সবসময়। তবে বিশেষভাবে শুধু বন্ধুকে নিয়ে হৃদয়ের গহীনে জমে থাকা আবেগ থেকে বন্ধুত্বের মূল্যায়ণেই এই দিনটি। আজ আমি দুঃখ ভারাক্রান্তমনে যে বন্ধুকে স্মরণ করছি সে হল কায়েস উদ্দিন শাকিল । আমার স্কুল জীবনের এ প্রিয় বন্ধুটি আজ আমাদের মাঝে নেই। মাত্র ২০ বছর বয়সেই মরণব্যাধি ক্যান্সারের ছোবলে সে চিরতরে হারিয়ে যায় এই নশ্বর পৃথিবী থেকে। তাকে আজো অনেক মিস করি, মিস করব আজীবন। তার প্রতিটি স্মৃতি আমাকে আজো কাদায়,ভাবায়। সকলেই যেন তার জন্য দোয়া করি। যেখানে আছিস, ভালো থাকিস বন্ধু।
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন