নিজেরে বহুত দামি মনে হইতাছে, হবে না ?

লিখেছেন লিখেছেন আবু ওবাইদা আরাফাত ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:২৯:২০ বিকাল

নিজেরে বহুত দামি মনে হইতাছে, হবে না ? স্বয়ং প্রধানমন্ত্রী আমারে দাম দিছে, এই অধমের মোবাইলে কল কইরা বেচোত কইরা দিছে।

আমি তখন ভয়ে ও আনন্দে কি করমু দিশকুল পাইতাছিলাম না-যখন শুনলাম "আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আপনাদের সেবায় নিয়োজিত" হ্যালো হ্যালো কইরা আমার কথা বলতে চাইলাম কিন্তু একটানা বলেই চলল "আপনার দোরগোড়ায় কমিউনিটি হেলথ কেয়ার চালু করেছি,সেবা গ্রহণের আহবান করছি,এইছা, মেইছা একটাল" কি করে বুঝাইতাম ঊনি রং নাম্বারে কল করছে, আমি ঐ এলাকার বাসিন্দা না। ঐ স্বৈরাচারী স্টাইলের ফোন কলে উনাকে শুনাতে পারলাম না-আপনি জনগণের সেবায় নয়,রাতের আধারে রাষ্ট্রযত্র দিয়ে আলেম হত্যায় নিয়োজিত,নিবাচন না দেয়ার হুমকি দিয়ে গণতন্ত্র হত্যায় নিয়োজিত, এভাবে আর কত সেবায় নিয়োজিত তা আমরা ভালই জানি। সৎ সাহস থাকলে সরাসরি কল লাগান, দেশের মানুষ বুঝিয়ে দিবে- আপনার সেবা ও তার পরিণতি

বিষয়: বিবিধ

৯৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File