দেশে জামায়াত ছাড়া কি ঐক্য হতে পারে : ওবায়দুল্লাহ সোহেল
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১৯ জুলাই, ২০১৬, ০৯:১৭:২৮ সকাল
দেশের লাখ লাখ জামায়াত কর্মী-সমর্থক সব জঙ্গি? এদেরকে বাইরে রেখে পারবেন কোনো ঐক্যমত করতে?
.
এমাজউদ্দিন স্যার কি বিএনপির নীতি নির্ধারক, নাকি জাফরউল্লাহ সাহেব?
আমরা জানি উনারা বিএনপির ওয়েল উইশার। কিন্তু বিএনপি কি করবে,জোটে কে থাকবে, আর কাকে বাদ দিতে হবে- তাা নিয়া উনারা যা শুরু করছেন, তাতে মনে হয় নিজেরা বুঝি সব দায়িত্বনিয়েছেন?
.
নাকি তাবিজ পাইছেন, যে জামায়াতকে বাদ দিলেই পরের দিন ক্ষমতা?
শোনেন একটা কথা বলি, আমরা বা আপনারা মুরব্বীরা হয়ত দলের ভালোর জন্য অনেক পরামর্শ দিব, তার মধ্যে থেকে যেটা যেটা পারবেন গ্রহন করবে দলের হাইকমান্ড।
.
কিন্তু অনাহুত ভেজাল লাগানো কারো কর্ম হওয়া উচিত নয়। আপনারা বটিকা দিচ্ছেন- ২০ দল থেকে জামায়াতকে বাদ দিতে হইবেক, আবার জঙ্গি-বিরোধী জাতীয় ঐক্যমতে জামায়াতকে রাখা যাবে না!
.
জিগাই- ঐক্যমতে যদি জামায়াত না থাকে কি মেসেজ দিচ্ছেন, দেশের লাখ লাখ জামায়াত কর্মী-সমর্থক সব জঙ্গি?
.
এদেরকে বাইরে রেখে পারবেন কোনো ঐক্যমত করতে? এমন উদ্ভট কল্পনা মাথায় আসে কি করে? বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। খুব পরিস্কার করে শোনেন- আপনি পছন্দ করেন আর নাই করেন,
.
দেশটা দু’ভাগ হয়ে গেছে- বাংলাদেশী এবং ভারতীয়!
হয় আপনি এদিকে, নয় তো ওদিকে!
মাঝামাঝি কিছু নাই।
.
যদি আওয়ামীলীগের ভাষায় কথা বলতে ভালোবাসেন, তবে খুনি হাসিনার কাছে গিয়ে স্যার স্যার শোনাই তো উত্তম!
.
অবশ্য আগেও স্যারদের কড়া সমালোচনা করেছি আমি। কারন উনারা ভাবেন কেবল কামাল হোসেন আর গামছা সিদ্দিকীদের আনলেই বুঝি নৌকা কাৎ হবে।
হাসিনা উনাকে স্যার ডাকে, তাতেই উনার হুশ থাকে না কখন কি কন- পারলে বিএনপিরে সেক্যুলার পার্টি বানিয়ে ফেলে আর কি!
.
স্যারকে বলি, যদি এতই বিএনপি-দরদী হয়ে থাকেন, তবে জোরেসোরে এন্টি-ইন্ডিয়ান পলিটিক্স শুরু করতে ম্যাডামকে পরামর্শ দেন, যেটা দেশের ৯০ ভাগ লোক চায়। তুরস্ক থেকে শিখুন- পাবলিক নামাইতে হবে রাস্তায়,নইলে মস্তবড় রাষ্ট্রবিজ্ঞানী বাটিয়া খাওয়াইলেও কাজ হবে না।
.
Qamrul Islam ভাইয়ের ফেবু থেকে নেওয়া
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://epaper.prothom-alo.com/view/dhaka/2016-07-18/1
মন্তব্য করতে লগইন করুন