আই এস আমেরিকা ইসরাইল ও সৌদি আরব <>ওবায়দুল্লাহ সোহেল <>
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১৮ নভেম্বর, ২০১৫, ০৭:৫৭:৩৬ সকাল
আইএস নামক সংগঠনটির অস্ত্র তৈরির
কোন কারখানা নেই, সরঞ্জাম
কিংবা প্রযুক্তি কিছুই নেই। কখনো
কি ভেবে দেখেছেন তারা অস্ত্র
পায় কোথা থেকে? তাদের
টয়োটা গাড়িগুলো কারা স্পন্সর
করে? কারা তাদেরকে ট্রেনিং
দেয়? কারা অর্থ সহায়তা দেয়?
.
সহজভাবে বলতে গেলে- অস্ত্র দেয়
আমেরিকা, ইজরাইল দেয় প্রশিক্ষণ
এবং দিক-নির্দেশনা। আর সৌদির
বাদশারা দেয় অর্থ সহায়তা।
আমেরিকার সাথে সৌদির
বাদশাদের যে গোপন চুক্তি
রয়েছে সেটারই অংশ হিসেবে
তারা আইএসকে অর্থায়ন করে থাকে।
এছাড়াও মধ্যপ্রাচ্যের শিয়া
মুসলিমদেরকে দমন করার জন্য সৌদি
আইএসকে ব্যবহার করছে বলে
অভিযোগ রয়েছে।
.
আইএস আর যাই করুক, ইসরাইলের
স্বার্থবিরোধী কিছু করে না
কখনোই। আইএস কখনোই
ফিলিস্তিনের নির্যাতিত অসহায়
মুসলিমদের পাশে দাড়ায়নি।
এমনকি মুক্তিকামী ও প্রকৃত জিহাদী
দল হামাসের বিরুদ্ধেও তাদেরকে
অবস্থান নিতে দেখা গেছে। কিন্তু
ইজরাইলের বিরুদ্ধে এখন পর্যন্ত আইএস
এর কোন পদক্ষেপ নেই। মুসলিম
রাষ্ট্রগুলোতে অসংখ্য মসজিদে
বোমা হামলা চালালেও ইজরাইল
কিংবা আমেরিকায় একটা ঢিল
ছুড়তেও দেখা যায়নি তাদেরকে।
এপর্যন্ত আইএস যা কিছুই করেছে সবই
ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে
গেছে। অাইএস নিধনের নাম করে
অসংখ্য মুসলিম রাষ্ট্রকে মাটির
সাথে মিশিয়ে দিয়েছে
আমেরিকান জোট। আইএস নামক
সংগঠনটির আসল পরিচয় এবং উদ্দেশ্য
নিয়ে এরপর সন্দেহের আর কোন
অবকাশ থাকতে পারে না।
.
(ব্রেইন ওয়াশড জঙ্গীদের সাথে
বিতর্ক করা অর্থহীন। তাই এখন থেকে
আইএস নামধারী সন্ত্রাসীদের পক্ষে
যারাই দালালি করতে আসবে
তাদেরকে ঘাড় ধরে সোজা
খোয়াড়ে অর্থাৎ ব্লকলিস্টে
ঢুকানো হবে।)
বিষয়: বিবিধ
১৫৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন