<>নব্য আওয়ামী জাহিলিয়াত<>
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৭:৫৩ সকাল
তোমার ‘মা’ কে ধর্ষণ করা হোক
বা যাই করা হোক,
তোমাকে অবশ্যই তা নীরবে
সইতে হবে।
-
যদি নীরব থেকে মুখ বুঝে সহ্য
করতে না
পারো, যদি প্রতিবাদ করতে
চাও,
তবে বুলেটে ঝাঝড়া করা হবে
তোমার বক্ষ।
.
খালি করা হবে তোমার মায়ের
কোল।
.
কারণ, দেশ আবার ফিরে গেছে
৭২-৭৫ এ।
.
পুলিশের পোষাকে এখন যাদের
তুমি দেখ,
সে এখন আর পুলিশ নেই।
.
সে আজ নব্য বাকশালের
রক্ষীবাহিনী।
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাঁধ ভাঙ্গবে বলে,
জীবন দেবে উজ্জত দেবেনা ভাঙ্গালী দেয়নি কোন কালে,
জালীমের ঘাড় মটকে দেবে সময় এলো বলে-
রক্তখোকো দানব বন্দি হবে চিরতরে,
সময় সাক্ষী থাকবে ইতিহাস তাই বলে।
***********************
প্রতিবাদী পোষ্টের জন্য আন্তরিক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন