আমরা হুজুগে বাংগালী:: ওবায়দুল্লাহ সোহেল

লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪২:৪৪ দুপুর

অবৈধ ভাবে দ্বিতীয় মেয়াদে

ক্ষমতা দখল করা হল

ভারত'কে বিনা শুল্কে

ট্রাঞ্জিড সুবিধা দেয়া হল

.

বিনা শুল্কে ভারতীয় মোবাইল

কোম্পানি'কে এখানে ব্যবসা

করতে দেয়া হল

জামদানি দিলো , ইলিশ দিলো

... এমনকি ফেলানি'কেও দিয়ে

দিলো

.

পাঠ্যপুস্তক খুললে যৌনতা আর

হিন্দু সংস্কৃতির ছড়া ছড়ি

ভাত পায় না চা খায় , সাইকেল

নিয়া পায়খানায় যায় জাতি

যখন দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির কারনে

হায় হুতাশ করতেছিল , তখন

দেশের উপরে ঋণের বোঝা

চাপিয়ে ১২ হাজার কোটি

টাকার হুদাই অস্ত্র কেনা হল , তখন

তো আপনাদের রাস্তায় নামতে

দেখা যায়নি ।

.

-- অন্যায় দেখে সেটার

প্রতিবাদ না করলে একদিন ঐ

অন্যায় আপনার ঘর পর্যন্ত এসে

পৌছবে । এটা তো আপনাদের মত

শিখখিত [শিক্ষিত] জাতির

আগেই বোঝা উচিত ছিল । চুপ

থাকার ফল পাইতেছেন না ?

.

ঐ সব বিনাশুল্কের খালি জায়গা

তো

পূরণ করতে হবে সরকারের , তাই

না ? সেটাই তো সরকার করছে ।

.

তবে এখন কেন বলছেন ... ভ্যাট

দিমু না , গুলি কর । এই গুলি কর

কথাটা যদি অবৈধ ভাবে ক্ষমতা

দখলের পরে রাস্তায় এসে বলতেন

, তখন আর এই ভ্যাটের বোঝা

হয়তো আপনাদের ঘারে এসে

পড়তো না । হয়তো দেশের

অর্থনীতি অন্য কোন ভাবে প্রনয়ন

হত ।

.

আপনাদের মধ্যে দেশ প্রেম একটুও

নাই দেশের রাজস্ব বৃদ্ধির জন্য

কোথায় আপনারা অবদান

রাখবেন , সে জন্য সরকার

আপনাদের একটা সুযোগ করে

দিলো , সেটা না করে

সেখানে উলটো আপনারা

প্রতিবাদ করছেন ছ্যাঃ

ছ্যাঃ ছ্যাঃ ... এইটা তো

শরমের কথা । নিজ দেশের

অর্থশক্তি দুর্বল করতেছেন

আপনারা দেশদ্রোহী কাজ

ইহা

এই গুলো সেই প্রাইভেট

ভার্সিটি না , যেখানে কন্ডম

বিলি করা হইছিল ?

.

কোই তখন তো কারো মুখ

থেকে এর প্রতিবাদ

আসলো না । আসবে কেন ? ঐটা

ব্যবহারে তো আরাম আর আরাম ।

.

এই সব ভার্সিটি গুলোতেই তো

খুললাম খুল্লা কাজ বেশি চলে ,

তাই না ? সমধিকার , ধর্ম যার যার

রাষ্ট্র সবার , মৌলবাদ বিদ্বেষ ,

গণতন্ত্রের পক্ষে সাফাই তো এই

সব ভার্সিটির পোলাপাইনের

মুখেই বেশি শোনা যায় । বুকে

হাত দিয়ে বলেন তো ...

.

আপনি কি শাহাবাগে

গিয়েছিলেন

কিনা ? যেই বেটা ইমরাইন্নার

সাথে শাহাবাগে গিয়েছিল ,

ও তো মানুষ না ওর উপরে ভ্যাট

কেন , ইটের ভাটা চাপাইয়া

দেয়া উচিত

যেমন সরকার ব্যবস্থা কায়েম

রাখছেন , তেমন সুযোগ সুবিধা

পাচ্ছেন । এখানে প্রতিবাদ

করার কি আছে ? প্রতিবাদ করলে

তো তখন করার দরকার ছিল , যখন

অবৈধ ভাবে ক্ষমতা দখল

করেছিল হাসিনা । তখন যখন

প্রতিবাদ করেন নাই , তো এখন

৭.৫% দেন , অসুবিধা কি ? আর

আমি তো দেখতেছি , খুব বেশি

টাকাও চাইতেছে না ।

.

১০০ টাকায় ৭ টাকা ৫০ পয়সা

১০০০ টাকায় ৭৫ টাকা

১০,০০০ টাকায় ৭৫০ টাকা

১,০০,০০০ টাকায় ৭,৫০০ টাকা

৫,০০,০০০ টাকায় ৩৭,৫০০ টাকা

.

-- যেই বেটার ৫ লক্ষ টাকা

দেয়ার সামর্থ্য আছে , সেই

বেটায় কি ৩৭,৫০০ টাকা

অতিরিক্ত দিতে গিয়ে

দেউলিয়া হয়ে যাবে ? এইটা

কি আমাকে আপনি বুঝাইতে

আসবেন ?

.

১) অন্যায়'কে প্রশ্রয় দিয়েছেন ,

অন্যায় আপনাকেই পেয়ে

বসেছে ।

২) যেমন সরকার ব্যবস্থা মেনে

নিয়েছেন , তেমনি ভাবে

শাসিত হচ্ছেন ।

এবার আপনারা ঠেলা সামলান ,

আমরা আপনাদের প্ল্যাকার্ড

পড়ে মজা নেই মন পাবি , দেহ

পাবি , ভ্যাট পাবি না

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341618
১৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১১
মামুন আব্দুল্লাহ লিখেছেন : মিথ্যার ছড়াছড়ি সত্য নিয়ে লুকোচুরি
হাহাকার যেন চারদিক
এক শ্রেনী শোষিত
শ্রমিক মালিক ব্যবধানটা বাড়ছে দিনতো
নেই কোনো শালিনতা নেই কোনো ভয়
যে যার যার মতো জীবন করে রয় ।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৪
283089
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : .
341684
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা এখন সর্বংসহা!
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫২
283088
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : জি
341751
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৫
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৫
283090
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File