They have no spirit as a muslim and no responsbility as a human being......
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৫:০২ সকাল
ভার্সিটির স্টুডেন্টরা আন্দোলন
করছেন ভ্যাট বেড়ে যাওয়ায়,আর
শিক্ষকরা আন্দোলন করছেন বেতন
ও পদমর্যাদা কমে যাওয়ার।
.
নিজেদের স্বার্থের উপর আঘাত
আসায় উনারা রাস্তায় নেমে
এসেছেন এবং আসাটাই
স্বাভাবিক।
.
আমরা দেখি উনারা মাঝে মাঝে
এভাবে রাস্তায় নেমে আসেন
অমুক ভিসির পদত্যাগের
দাবীতে,কৌটা বাতিলের
দাবীতে,বেতন বৃদ্ধির
দাবীতে,ভর্তি পরীক্ষা
বাতিলের দাবীতে।
.
কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করি
কোন ধর্মীয় বা জাতীয় কোন
ইস্যুতে তারা মাঠে নামেননা।
.
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা এর
বিরুদ্ধে যখন আপত্তিকর মন্তব্য করা
হয় তখন জাতির এই শিক্ষিত
সন্তানদের নিরবতা আমাদের
সত্যিই অবাক করে তুলে।অথচ কোন
ভার্সিটিতে কোন নাস্তিক
নবীকে গালি
দিলে,ইসলামবিদ্বেষী লেখা
লিখলে প্রতিবাদটা সেখান
থেকেই হওয়া উচিত ছিল,সর্বপ্রথম
মিছিলটা সেই গেইট দিয়েই
বের হওয়া জরুরী ছিল।যেই
মানুষটার প্রেম সবার চেয়ে
বেশী না থাকলে পূর্ণ ঈমানদার
হওয়া যায়না তাঁর প্রতি এই
উদাসীনতা মুসলিম হিসেবে
তাদেরকে প্রশ্নবিদ্ধ করে তুলে।
.
এগুলো যেন শুধু হুজুরদেরই দায়িত্ব।
আর লেখাপড়া করে একটি
ভালো চাকুরী পাওয়াই যেন
তাদের এইম ইন লাইফ!
.
They have no
spirit as a muslim and no responsbility as
a human being......
.
পুরো শিক্ষাটাই
যেন চাকুরী আর টাকার
জন্য!মানুষ কি সত্যিই "বুদ্ধিবৃত্তি
সম্পন্ন জীব" থেকে "অর্থনৈতিক
জীবে"পরিনত হয়ে যাচ্ছে!!!
বিষয়: বিবিধ
৯৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন