আমার সম্পর্কে আপনার কিছু জানা দরকার ::ওবায়দুল্লাহ_সোহেল::
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৬:২৫ দুপুর
আমার সম্পর্কে আপনার কিছু
জানা দরকার
==============================
আমি অনেকটা আত্মকেন্দ্রিক।
.
কথা খুবই কম বলি।
অবশ্য নিকট-বন্ধুদের
ক্ষেত্রে আলাদা হিসাব।
.
মানুষের কথা-বার্তা, চাল-চলন
গভীরভাবে
লক্ষ্য করে তার পরবর্তি পদক্ষেপ
আঁচ করা আমার শখ।
.
ভালো কাজ করে
বিখ্যাত হতে চাই।
মানুষের, বিশেষ
করে শত্রুর উপকার করতে ভালো
লাগে। কারণ, আমি নিশ্চিত, এর
প্রতিদান তার কাছ থেকে পাই-
না
.
পাই, স্রষ্টার কাছ থেকে ঠিকই
পাবো। আমি একটু বোকা
টাইপের
ছেলে। কিন্তু ভালো ছেলেরা
নাকি বোকাই হয়।
আর মনের দিক
দিয়ে আমি যে ভালো একটা
ছেলে
সেটা আমার কাছের মানুষেরা
সবাই-ই জানে। থাক,আর নিজের
ঢোল নিজে না পিটাই।
.
প্রেম মনে হয়
কপালে নাই। তাই marriage
করে করে ফেলেছি
.
আমার কেন
জানি মনে হয় আমাকে যে
বিয়ে
করবে তার কপালে ভালোই দুঃখ
আছে। কারণ আমি দোষ করা
ছাড়া সরি বলতে পারি না,
যেটা
মেয়েদের অপছন্দের।
.
যাহোক, সহজে
রাগি না, কিন্তু রাগলে কি করি
নিজেও জানি না। খুব হাসতে
পারি। হাসিখুশি থাকতে
ভালো
লাগে। মন খারাপ খুব একটা হয়
না।
.
হলেও কাউকে বুঝতে দিই না।
খারাপ সময়ে ভালো থাকার
অভিনয়
করি, কখনো অন্যদের সাথে,
কখনো
বা নিজেরই সাথে। এতে কাজ
হয়
বেশ। সহজেই মন ভালো হয়ে যায়।
অনেক পজিটিভ চিন্তা করি। এই
তো.....
.
(আমার ব্যাপারে এসব
হাবিজাবি
পড়ার জন্য একটা ধন্যবাদ আপনার
অবশ্যই
প্রাপ্য। সুতরাং ধন্যবাদ। আবার
আইসপেন। )
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরেকটা বিয়ার বাই উঠছে মনে হয় তাই বায়োডাটা!
মন্তব্য করতে লগইন করুন