ইসলামী ব্যাংক নিয়ে একটি ছোট গল্প <>ওবায়দুল্লাহ_সোহেল<>
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ০৭ আগস্ট, ২০১৫, ০৮:৪৮:০৩ সকাল
লাভ ও ক্ষতি উভয় ঝুকিই গ্রাহক
বহন করবে, এমন শর্তে ইসলামী
ব্যাংকের
মাধ্যমে যে
বিনিয়োগ করা হয় তাকে
"মুদারাবা"
বলে। তাই ঝুকি নিয়ে
রহমান ভাই ইসলামী ব্যাংকের
মাধ্যমে ১ লাখ টাকা
বিনিয়োগ করলো । শর্ত হলোঃ উক্ত
টাকা বিনিয়োগ
করে ইসলামী ব্যাংক এক বছরে যা
মুনাফা করবে রহমান
ভাই মূলধন বা আসল টাকা সহকারে
মুনাফা থেকেও
শতকরা ৮০% টাকা পাবে । আর শ্রমিক
হিসেবে কাজ
করায় অর্জিত মুনাফার বাকি ২০%
টাকা ইসলামী ব্যাংক
পাবে। আর যদি উক্ত ১ লাখ টাকা
বিনিয়োগ করে
লোকসান হয় তবে পুরো লোকসানই
রহমানকে বহন
করতে হবে । যেহেতু বিনিয়োগে
লোকসান হলে ইসলামী
ব্যাংককেও তার শ্রম বিসর্জনের
দ্বারা লোকসান গুনতে
হয়। যাহোকঃ আলু ক্রয় করে স্টোরে
সংরক্ষণ করে পরে
বিক্রির ব্যবসায় ইসলামী ব্যাংক
উক্ত
টাকা বিনিয়োগ
করলো। বিনিয়োগের ১ বছর পর
দেখা
গেলো যে
রহমানের উক্ত ১ লাখ টাকা থেকে
মুনাফা এসেছে ৫০
হাজার টাকা। মুনাফার ৮০% পাবে
রহমান এই শর্ত
অনুযায়ী রহমান ভাই তাই মাত্র এক
বছরেই ১ লাখ টাকা
থেকে আয় করলো ৪০ হাজার টাকা ।
অমনি পড়ে গেলো
এলাকা জুরে আলোড়ন। । ইসলামী
ব্যাংক বড় সুদী
ব্যাংক। সাধারণ ব্যাংক যেখানে
১
লাখ টাকা থেকে বছরে
লাভ দেয় মাত্র ১২ হাজার টাকা
সেখানে ইসলামী ব্যাংক
১ লাখ টাকা থেকে আমাদের
এলাকার রহমানকে লাভ
দিয়েছে ৪০ হাজার টাকা । এর
চেয়ে
বড় সুদ আর কি হতে
পারে? আর ইসলামী অর্থনীতিতে
অজ্ঞরা বলতে
লাগলো হায়রে রহমান,, ইসলামী
ব্যাংকিয়ের নামে সুদ
খেয়ে হারালে তুমি ঈমান।"
অতঃপর
আবারো রহমান
মুনাফার ঐ ৪০ হাজার টাকা
সহকারে ১
লাখ ৪০ হাজার
টাকা ইসলামী ব্যাংকিয়ের
মাধ্যমে
আলু স্টোরে সংরক্ষণ
করে পরে বিক্রির খ্যাতে
বিনিয়োগ
করলো । তবে এবার
সরকার ভারত থেকে আলু আমদানি করে
বাংলাদেশের
আলুর বাজার ধ্বংসে দিলো । আলু
দাম
এতো কমে
গেলো যে আলু বিক্রি করে স্টোর
ভাড়া পরিশোধ করাই
কষ্টকর । মূলধন তো ফিরে পাওয়া
কল্পনা
। মূলধন ও
আগের বছরের মুনাফার ৪০ হাজার
টাকা মোট ১ লাখ ৪০
হাজার টাকা লোকসান হওয়ায় মন
খারাপ করে রহমান
ভাই যখন গ্রামে ফিরলো । তখন ঐ এ
লোকেরাই
বললোঃ"মোল্লারা আবার
ব্যবসায়ী
হতে চায়। লোভে
পাপ পাপে মৃত্যু। দেখো রহমান,
এবারো
আমরা প্রতি
লাখে ১২ হাজার টাকা করে আয়
করেছি।" রহমান শুধু
এতোটুকুই বললেনঃ "ভাই রে ব্যবসায়
লাভ করলে
তোমরা সুদ বলো, আর লোকসান
করলে
বলো লোভে
পাপ,, নিরিহ আলেমদের মিথ্যা
রায়ের বিরদ্ধে হরতাল
দিলে বলো আমরা সন্ত্রাসী আবার
হরতাল না দিলে
বলো আলেমরা অপরাধী ছিলো
বলেই
তোমরা করছোনা
রায়ের প্রতিবাদ।"
বিষয়: বিবিধ
১৪৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাস্তিক আর এরকম সুবিধাবাদী মোনাফেকদের মধ্যে এই জায়গাতে খুব মিল।
আর যদি একটু হালকা-পাতলা থাকে তাহলে বলবে, "হুজুর আফনেরে কি কেউ দাওয়াত দেয়না? আফনে এতো চিকন ক্যারে??"
ক্যামতে কি???
নামটা যে ইসলামি!
মন্তব্য করতে লগইন করুন