!!মূত্যুর আগে ছেলেটি পানি খেতে চেয়েছিল!!
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১৪ জুলাই, ২০১৫, ০৯:৫৫:১০ সকাল
"মৃত্যুর আগে একটু পানি খেতে
চাইছিলো ছেলেটা ... তাকে
বলা হইছেঃ
"পানি নাই, ঘাম খা"
.
১৩ বছরের ছোট্ট ছেলেটা সবজি
বেঁচতো বাজারে ... তাকে চুরির
সন্দেহে খুঁটির সাথে বেঁধে
লোহার পাইপ দিয়ে ২৮ মিনিট
ধরে তিলে তিলে নখে, মাথা ও
পেটে লোহার পাইপ দিয়ে আঘাত
করে মারা হইছে ... এক সময় বাঁ হাত
ও ডান পা ধরে মোচড়ানোও
হইছে !!
.
কয়েক মিনিটের জন্য রাজনের
হাতের বাঁধন খুলে রশি লাগিয়ে
হাঁটতে দেয়া হয় ...
.
"হাড়গোড় তো দেখি সব ঠিক আছে,
আরও মারো…" - এই বলে রাজনের বাঁ
হাত খুঁটির সঙ্গে বেঁধে রেখে
আরেকদফা পেটানো হয় ... একসময়
মাটিতে নিস্তেজ হয়ে পড়ে যায়
রাজন !!
.
যে ভিডিও ধারণ করার কাজটি
করছিল, তাকে নির্দেশ করে
নির্যাতনকারীরা জানতে চায়-
ঠিকমতো ভিডিও ধারণ হচ্ছে কি-
না ... ওপাশ থেকে সে হাসতে
হাসতে বলেঃ
.
"ফেসবুকে ছাড়ি দিছি, অখন সারা
দুনিয়ার মানুষ দেখব…"
... ... ...
আমি জীবনে কোনদিন মানুষ খুন করি
নাই, খুন করার মত ইচ্ছাও হয় নাই,
সাহসও হয় নাই ... আমি প্রথমবারের
মত মানুষ খুন করতে চাই ... একটা
লোহার পাইপ দিয়ে পিটায়ে
চারটা মানুষ খুন করতে চাই !!
.
আচ্ছা, ওরা তো মানুষ না ...
ওদেরকে অনেকে পশু বলতেছেন,
শুয়োর, কুকুর বলতেছেন ... আচ্ছা পশুকে
দেখছেন এরকম করতে ?? ... এরা পশু না
... পশু অনেক ভালো !!
.
প্লিজ পুলিশ, ওদেরকে ছেড়ে দেন ...
আপনাদের এই "আইন" , "তদন্ত" ,
"রিমান্ড" , "শাস্তি" - এই সস্তা শব্দ
আর কথাগুলা এখন আর কেউ বিশ্বাস
করে না ... প্লিজ বইলেন নাঃ
.
"দেশে আইন আছে ... আইন অনুযায়ী
ব্যবস্থা নেয়া হবে !!"
ভাই, যখন ২৮ মিনিট ধরে বাচ্চা
ছেলেটাকে পিটানো হইছে,
কোথায় ছিলো আপনার আইন ??
.
তারা ২৮ মিনিটে খুন করে ফেললো
একটা নিরীহ ছেলেকে ... আপনারা
২৮ ঘন্টা, ২৮ দিন, ২৮ মাসেও
আপনাদের আইন দিয়ে খুনিদের কিছুই
করতে পারবেন না !!
.
"তদন্ত চলছে" - টাইপের বুলশিট
কথাবার্তা শুনাবেন ... এইখানে
তদন্তের কি আছে ?? ... ভিডিওতে
সবার মুখ দেখা যাচ্ছে, কন্ঠ শোনা
যাচ্ছে, হাতেনাতে ধরছেনও ... আর
কি লাগবে আপনাদের শাস্তি
দিতে, বলেন ??
.
নাকি অপেক্ষা করাবেন আমাদের
কিছুদিন ?? ... তারপর সবাই ভুলে
যাবে ... কেস শেষ !!
.
ছেড়ে দেন ওদের ... প্লিজ ... ফাঁসি
দিলেও অনেক কম হবে ওদের ... ওদের
খুন হইতে হবে ... যন্ত্রণা দিয়ে
মারতে হবে ওদের !!
.
এই মূহুর্তে চোখে পানি নিয়ে
বলতেছি, আমি ঠান্ডা মাথায়
লোহার পাইপ দিয়ে পিটায়ে
চারটা মানুষ কে খুন করতে চাই ...
আমার ধারণা, আমি একা না ... অবশ্যই
আমি একা না !!
... ... ...
ভালো থাকিস রাজন ... আমাদের
মাফ করে দিস ... তুই অসহায়ের মত
কাঁদছিলি, কিন্তু কোন কাজ হয় নাই
... আমরাও এইরকম কাঁদতেছি, কিন্তু
কোন কাজ হবে না ... এই
বাংলাদেশে হায়েনার মত
হাসতে থাকা পিশাচগুলাই জিতে
যায় ... আমি, তুই, আমরা কাঁদতে
কাঁদতে হেরে যাই ... বারবার
হেরে যাই !!
.
মাফ করে দিস রাজন ... মাফ করে
দিস !!"
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাগর-রুনির ব্যাপারে কিছু হল না , হল না সৌদি কূটনীতিকের বেলায় - এই রাজনকে কে চিনে যে যার জন্য প্রশাসন সঠিক বিচার করাবে ? এরকম হাজার হাজার রাজন আছে । একজনের বিচার করলে সবার বিচার করতে হবে যেটা খুবই ঝামেলার ।
তার চেয়ে ভাল কয়দিন তদন্তের নাম করে ধামা চাপা দিয়ে বিষয়টা মানুষের ফোকাস থেকে সরে গেলে বা আরেকটা টপিক খাইয়ে দিলে - কাজ না করে আরামসে থাকা যাবে ।
ক্রিমিনালেরা প্রশাসনকে হাত করতে পারবে , পারবে বড় বড় উকিল ধরতে , রাজনের পরিবার কি সেটা পারবে ?
লোহার পাইপ দিয়ে পিটায়ে
চারটা মানুষ কে খুন করতে চাই ...
আমার ধারণা, আমি একা না ... অবশ্যই আমি একা না !!
শুধু কাঁদলে কিছুই হবে না এই সমাজে - করতে হবে কিছু - অধিকার আদায়ে - বাঁচার তাগিদে। বাঁচতে হলে লড়তে হবে সাহসিকতার সাথে - বাঁচতে হলে মরতে শিখতে হবে সাহসিকতার সাথে।
মন্তব্য করতে লগইন করুন