আগামী শুক্রবার হেফাজতের বিক্ষোভের ডাক ! প্রশ্ন কার বিরুদ্ধে ? কার কাছে ?<>ওবায়দুল্লাহ_সোহেল<>
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ০১ জুলাই, ২০১৫, ০৩:৩৭:০৮ দুপুর
আগামী শুক্রবার হেফাজতের
বিক্ষোভের ডাক !
প্রশ্ন কার বিরুদ্ধে ?
কার কাছে ?
.
এক শয়তানের বিচারের জন্য আরেক
শয়তানের কাছে বিচার প্রার্থনা
নয় কি ?
.
আক্ষেপ আজকের আলেম সমাজ ধর্মীয়
পড়ালেখা শেষ করে বের হন শুধু
মাত্র একটি মসজিদ মাদ্রাসায়
চাকরির জন্য, সমাজ প্রতিষ্ঠার জন্য
নয় ।
.
অবৈধ ক্ষমতা দখলদারদের বিরুদ্ধে
যদি আগে থেকে রুখে দাঁড়াতে
জানতেন, তাহলে আজ এই পরিনতির
জন্য অপেক্ষা করতে হতো না ।
.
গণতন্ত্র হারাম, রাজনীতি হারাম,
মওদুদীবাদ এইবাদ সেইবাদ করে ৯০%
মুসলমানের দেশে আলেমদের কর্তৃত্ব
হারানোর জন্য একমাত্র তারা
নিজেরাই দায়ী ।
.
মানুষ না খেয়ে মরে আলেম
সমাজের কোন বিবৃতি নাই,
শুধু ধর্মের ব্যাপারে কিছু হলে কিছু
আলেমকে কথা বলতে শুনা যায় ।
কেন, ধর্ম কি সমাজ প্রতিষ্ঠার জন্য
নয় ?
.
আজ যদি রাষ্ট্রীয় প্রতিটি
অনাচারের জবাবে আলেম
ওলামারা মাঠে থাকতো এই
ধরনের অবস্থায় অবৈধ সরকার
উৎখাতের ডাক তারাই দিতো ।
.
আক্ষেপ আগে থেকে যারা মাঠে
ছিলো, তাদেরকে সমর্থন না দিয়ে
উল্টো এরা তাদের কঠোর
সমালোচনা করেছিল ।
.
তাই আসুন রাষ্ট্রীয় অনাচারের
প্রতিটি প্রদক্ষেপেই আলেম ওলামার
ভূমিকা চাই ।
.
কারণ এক শয়তানের বিচারের জন্য
আরেক শয়তারে কাছে এভাবে আর কত
দিন ?
.
চাই আলেম ওলামাদের অগ্রনী
ভুমিকায় অবৈধ মোনাফিক সরকার
পতনের ডাক ।
.
বিষয়: বিবিধ
৮৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন