ইফতারের সময় দোয়া কবুল হয়<>ওবায়দুল্লাহ_সোহেল<>

লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১৯ জুন, ২০১৫, ০৯:৩০:০৭ রাত

ইফতারের সময় দোয়া কবুল হয়

======================

রোজাদারের দোয়া কবুলহয়। বিশেষ করে ইফতারের সময়।কারণ ইফতারের সময়টা হলো বিনয়ও ধৈর্য্য ধারণের চরম মুহূর্ত। তাইইফতার করার পর এ দোয়াটি পাঠকরা সুন্নত

.

-ﺫﻫﺐ ﺍﻟﻈﻤﺄ ﻭﺍﺑﺘﻠﺖ ﺍﻟﻌﺮﻭﻕ ﻭﺛﺒﺖ ﺍﻷﺟﺮ ﺇﻥﺷﺎﺀ ﺍﻟﻠﻪ.অর্থ: পিপাসা নিবারণ হলো,শিরা-উপশিরা সিক্ত হলো এবংআল্লাহর ইচ্ছায় পুরস্কার নির্ধারিতহলো। -বর্ণনায়: আবু দাউদইফতারির সময়টা আল্লাহরনিকটবর্তী হওয়ার একটা সুযোগ। এসময়টা যেন বৃথা না যায় এদিকেখেয়াল রেখে সময়টাকে গুরুত্বদেয়া উচিৎ। দোয়া কবুলের এচমৎকার সময় সম্পর্কে আল্লাহ নিজেওয়াদা করেছেন। তাই ইফতারেরসময় অন্তর দিয়ে দোয়া-প্রার্থনাকরা এবং যা কিছু দোয়া কবুলেরঅন্তরায় তা থেকে দূরে থাকাপ্রয়োজন। যেমন- হারাম বা অবৈধউপায়ে অর্জিত খাদ্য গ্রহণ। আল্লাহবলেছেন-ﻭﺍ ﻟِﻲ ﻭَﻟْﻴُﺆْﻣِﻨُﻮﺍ ﺑِﻲ ﻟَﻌَﻠَّﻬُﻢْ ﻱ ﻓَﺈِﻧِّﻲ ﻗَﺮِﻳﺐٌﺃُﺟِﻴﺐُ ﺩَﻋْﻮَﺓَ ﺍﻟﺪَّﺍﻉِ ﺇِﺫَﺍ ﺩَﻋَﺎﻥِ ﻓَﻠْﻴَﺴْﺘَﺠِﻴﺐُﻭَﺇِﺫَﺍﺳَﺄَﻟَﻚَ ﻋِﺒَﺎﺩِﻱ ﻋَﻦِّ.অর্থ: আমার বান্দাগণ যখন আমারসম্পর্কে তোমাকে প্রশ্ন করে, আমিতো নিকটেই। প্রার্থনাকারী যখনআমার কাছে প্রার্থনা করে আমিতার প্রার্থনায় সাড়া দেই।.সুতরাং তারা আমার ডাকে সাড়াদিক এবং আমার প্রতি ঈমান আনুকযাতে তারা ঠিক পথে চলতেপারে। (সূরা আল-বাকারা: ১৮৬)ইফতারের আগে যখন আজান হয় তারপরের সময়টাও দোয়া কবুলের সময়।.হাদিসে এসেছে প্রতি আজান ওএকামতের মধ্যবর্তী সময়ে দোয়াকবুল হয়।

বিষয়: বিবিধ

১৯১০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326773
১৯ জুন ২০১৫ রাত ১০:৪৩
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের ।
২০ জুন ২০১৫ দুপুর ০১:১৪
269123
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : ﻭﺍ ﻟِﻲ ﻭَﻟْﻴُﺆْﻣِﻨُﻮﺍ ﺑِﻲ ﻟَﻌَﻠَّﻬُﻢْ ﻱﻓَﺈِﻧِّﻲ ﻗَﺮِﻳﺐٌﺃُﺟِﻴﺐُ ﺩَﻋْﻮَﺓَ ﺍﻟﺪَّﺍﻉِ ﺇِﺫَﺍ ﺩَﻋَﺎﻥِ ﻓَﻠْﻴَﺴْﺘَﺠِﻴﺐُﻭَﺇِﺫَﺍﺳَﺄَﻟَﻚَ ﻋِﺒَﺎﺩِﻱّ
326781
১৯ জুন ২০১৫ রাত ১১:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আল্লাহতায়লা আমাদের এই সুযোগ দিন।
২০ জুন ২০১৫ দুপুর ০১:১০
269121
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : আমীন
326796
২০ জুন ২০১৫ রাত ০১:২৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আল্লাহপাক আমাদের হালাল রিযিক দিয়ে ইফতার করার তৌফিক দিন । আমিন.. ধন্যবাদ..
২০ জুন ২০১৫ দুপুর ০১:১১
269122
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : আমীন
326863
২০ জুন ২০১৫ দুপুর ০২:০৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাযাকাল্লাহ খাইর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File