এই_লাকী_কি_শাহবাগের_সেই_লাকি ? ? ##ওবায়দুল্লাহ_সোহেল ##

লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ২৬ মার্চ, ২০১৫, ০৭:৫৪:২৫ সন্ধ্যা

ভারতীয় পত্রিকায় খবর য,দি সত্যি হয় ॥॥

তা হলে বলতেই হয় ।।

.

আল্লাহর গজব পড়েছে

(শাহবাগি)"লাকির"উপর!

.

বাকি নাস্তিকরা শিক্ষা নে লাকি থেকে!

.

নইলে পরিনতি তোদের ও এমন হবে!

,

শাহবাগের মঞে দিনের পর

দিন,রাতের পর রাত

কাটিয়েছে এই লাকি!

রাজাকারদের ফাসির

নামে স্লোগান দিয়েছে

ইসলাম,

দাড়ি টুপি,ও পাঞ্জাবি ওয়ালাদের

বিরুদ্ধে!

.

নগ্ন হামলা চালিয়েছে তিল তিল করে

গড়ে তোলা পেয়ারা

নবীর তেইশ বছরের ইসলামের

উপর!

.

সরাসরি পক্ষ নিয়েছে

নাস্তিকদের!

.

গেয়েছে তাদের

পক্ষে,বলেছে তাদের পক্ষে,!

আঘাত দিয়েছে

কোটি নবী প্রেমিকের!আর

একমাত্র

প্রিয় জননী হয়েগেছে পশ্চিমা



প্রতিবেশি নর পশুদের!

.

শাহবাগে গিয়ে শুধু খোশ

করেনি হাসিনা,

রাজিব ইনু ফিনু ইমরানদের!

.

হাজারো যুবকের চরিত্র নষ্ট

করেছে!

.

নাইট ক্লাবে

রাত কাটিয়েছে

তাদের সাথে!কুক্ষ্যাত লম্পট

নাস্তিকদের কাছে

নিজেকে বিকিয়ে দিয়েছে!দু

চার

পয়সার মুল্যে বিক্রি করে

দিয়েছে

একজন নারীর

শ্রেষ্ট সম্পদ

সতিত্ত্বকে!ফলে বিয়ের আগেই

হয়েগেছে

অন্তসত্ত্বা!ছি ছি ছি

ডাস্টবিন ও

হয়তো এদেরকে রাখবেনা! সেই

লাকি

গেল কদিন

আগে কলকাতার

একটি ক্লিনিকে এক আশ্চর্য

সন্তান

প্রসব করেছে!

যা দেখলে সুস্থ মস্তিষ্কের যে

কোন

ব্যক্তির গা শিউরে উঠবে!

আল্লাহ

আমাদেরকে

হেফাজত

করো!আল্লাহর গজবের এই নমুনা

দেখে নাস্তিক

এবং তাদের পক্ষাবলম্বনকারি

দের

শিক্ষা নেওয়া উচিৎ! তাই

নাস্তিক,

মুরতাদ বে-

ইমান এবং

তাদের দালালদের বলছি

তোরা

শিক্ষা নে

এথেকে!নইলে তোদের ভাগ্যে



এমনি কিছু ঝুটবে আখের!

বিষয়: বিবিধ

১১৭৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311242
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:০৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

খবরের লিংক দিলে ভালো হতো!
311244
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩২
আবু জান্নাত লিখেছেন : ভালো লাগলো, জাযাকাল্লাহ খাইর।
311246
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩৭
প্রবাসী মজুমদার লিখেছেন : ঈমানদাররা কখন্ও গালাগাল করেনা। অভিসম্পাত দেয়না। গালি দেয়ার মাঝে স্ওয়াব আছে এমন কোন রেফারেন্স দিতে পারলে আম্ওি গালি দেব।
২৭ মার্চ ২০১৫ সকাল ০৬:১৬
252397
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : অভিশাপ দেওয়া নবীর সুন্নাত। স্বয়ং আল্লাহও অভিশাপ দিতেন। "ধ্বংশ হোক আবু লাহাব..."
২৭ মার্চ ২০১৫ সকাল ০৬:১৬
252398
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : অভিশাপ দেওয়া নবীর সুন্নাত। স্বয়ং আল্লাহও অভিশাপ দিতেন। "ধ্বংশ হোক আবু লাহাব..."
311250
২৬ মার্চ ২০১৫ রাত ০৯:১১
হতভাগা লিখেছেন : লিংক দেন , আপনার কথা কি সঠিক না বেঠিক সেটা বোঝার চেষ্টা করি।
311253
২৬ মার্চ ২০১৫ রাত ১০:২৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হা ভাই লিংক দেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File