# রাসূলের ( সঃ) চাচা আবু ত্বালিবের মৃত্যু ঘটনা> <<ওবায়দুল্লাহ_সোহেল >> =================

লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ২৬ মার্চ, ২০১৫, ০৪:৪২:৩৯ বিকাল

রাসূলের ( সঃ) চাচা আবু

ত্বালিবের মৃত্যু ঘটনা

.

সাঈদ ইবনুল মুসাইয়্যাব তার পিতা

মুসাইয়্যাব

(রহঃ) হ’তে বর্ণনা করেন, যখন আবূ

ত্বালিব

মুমূর্ষু অবস্থায় উপনীত হ’লেন, রাসূল

(সাঃ)

তার নিকট গেলেন।আবূ জাহলও

সেখানে

ছিল। নবী (সাঃ) তাকে লক্ষ্য করে

বললেন,

.

চাচাজান! ‘লা ইলাহা ইল্লাল্লাহ

-

কালেমাটি একবার পড়ুন, তাহ’লে

আমি

আপনার জন্য আল্লাহ্ নিকট কথা বলতে

পারব।

.

তখন আবূ জাহল ও আব্দুললাহ ইবনু আবূ

উমাইয়া

বলল, হে আবূ ত্বালিব! তুমি কি আবদুল

মুত্তালিবের ধর্ম হ’তে ফিরে

যাবে? এরা

দু’জন তার সাথে একথাটি বারবার

বলতে

থাকল। সর্বশেষ আবূ ত্বালিব তাদের

সাথে

যে কথাটি বলল, তা হ’ল, আমি আব্দুল

মুত্তালিবের মিল্লাতের উপরেই

আছি। এ

কথার পর নবী (সাঃ) বললেন, ‘আমি

আপনার

জন্য ক্ষমা চাইতে থাকব যে পর্যন্ত

আপনার

ব্যাপারে আমাকে নিষেধ করা না

হয়’।এ

প্রসঙ্গে এ আয়াতটি নাযিল হল

‘নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে,

তারা

ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের

জন্য যদি

তারা নিকটাত্মীয়ও হয়, তবুও যখন

তাদের

কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে,

তারা

জাহান্নামী’ [সূরা তওবা – ১১৩]

.

আরো নাযিল হল:

‘আপনি যাকে ভালোবাসেন, ইচ্ছা

করলেই

তাকে হিদায়াত করতে পারবেন

না’ [ সূরা

কাছাছ – ৫৬]

[ বুখারী হা/৩৮৮৪ ‘আনছারদের

মর্যাদা’অধ্যায়, ‘আবু ত্বালিবের

কাহিনী’অনুচেছদ ]

.

আবূ সা‘ঈদ খুদরী (রাHappy হ’তে বর্ণিত

যে,

তিনি নবী (সাঃ)-কে বলতে

শুনেছেন, যখন

তাঁর সামনে তাঁর চাচা আবূ

ত্বালিবের

আলোচনা করা হ’ল, তখন তিনি

বললেন, আশা

করি কিয়ামতের দিনে আমার

সুফারিশ তার

উপকারে আসবে। অর্থাৎ আগুনের

হালকা

স্তরে তাকে ফেলা হবে। যা তার

পায়ের

গোড়ালি পর্যন্ত পৌঁছাবে আর এতে

তার

মগজ টগবগ করে ফুটতে থাকবে (ঐ,

হা/৩৮৮৫)।

শিক্ষা:

.

১. হেদায়েতের মালিক আল্লাহ্

তা‘আলা।

তিনি যাকে ইচ্ছা হেদায়েত

করেন, যাকে

ইচ্ছা পথভ্রষ্ট করেন। এজন্য সবসময় তার

কাছে

হেদায়েত চাইতে হবে।

.

২. জাহান্নামের আযাব অত্যন্ত

ভয়াবহ।

সবচেয়ে হালকা শাস্তি হওয়ার

পরেও যদি

আবূ ত্বালিবের এই অবস্থা হয়, তাহ’লে

অন্যদের কি অবস্থা হবে তা সহজেই

অনুমেয়।

.

৩. সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা

মানুষকে

অনেক সময় হক গ্রহণ থেকে বিমুখ

রাখে।

বিষয়: বিবিধ

৮৮১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311223
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভাইয়া লেখাটা এডিট করে ঠিক করে দিন। তাহলে দেখতে খুব ভালো লাগবে।
311241
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:০২
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর, সুন্দর লিখাটির জন্য।
এত এত এন্টার দিলেন যে মাউসের হুইল ঘুরাতে ঘুরাতে কাহিল। এরপরও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File