HSC যারা ফেইল করছ তাদের জন্য আমার ছোট আটিকেলস

লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১৩ আগস্ট, ২০১৪, ১০:২০:০৪ রাত

তোমরা যারা HSC তে ফেইল

করবা.... তাদের জন্য এই ছোট্ট

আর্টিকেলস

==============================

==========

এক মুরিদ গেছে পীর সাহেবের

কাছে দোয়া নিতে...........

মুরিদঃ বাবা খাস

করে দোয়া করেন দেন, যেন

একটা সন্তান হয়!! এই লন হাদিয়া!!

পীরঃ যা বেটা দোয়া করে দিলাম,

এক বছরের মধ্যে সন্তান হবেই

হবে!!

এক বছর পর.......

মুরিদঃ ঐ ব্যাটা পীর, এত্ঝত

গুলা টাকা নিয়ে দোয়া করলেন,

কই এক বছর পরও কোন সন্তানের

নার্ভ পর্যন্ত দেখলাম না!!

পীর মনে মনে চিন্তায় পরল,

বন্দুকের গুলি মিস হলেও আমার

দোয়া মিস হওয়ার কথা না,

কারণ কি??

পীর খটখা জিজ্ঞেসা করিল

"বিয়া" করছস ??

মুরিদঃ না'তো হুজুর

বিয়া করি নাই!!

পীরঃ ঐ

ব্যাটা বিয়া না কইরা সন্তানের

বাপ হওয়ার স্বপ্ন দেখস কেমনে??

আগে বিয়া কর তারপর সন্তানের মুখ

দেখার জন্য

ওয়েটিংয়ে থাকিস!!

সন্তান হওয়ার জন্য যেমন বউ শর্ত

তেমনি ভাল পরীক্ষা ও রেজাল্ট

করার জন্য নিয়মিত লেখাপড়া ও

শিক্ষকের ইন্সট্রাকশন

ফলো করা শর্ত!!

এতএব...ভালভাবে লেখাপড়া করনি,

ভালভাবে হোম ওয়ার্ক

এসাইনমেন্ট করনি, শিক্ষকের

সাজেসান্স করনি,

তাহলে দোয়া, মিলাদ,পীরের

মাজারে মান্নত কেন

স্বয়ং সে নিজেও যদি কাবার

গিলাফ

ধরে ঝুলে থাকে তাহলে তার

দ্বারা ভাল রেজাল্ট আশা করা আর

বিয়া না করে সন্তান

আশা করা একই কথা!!

তুমি যদি ফেইল কর আগামীবারের

জন্য ফেইসবুক ছেড়ে পিপারেশান

নাও!!

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254053
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:৩২
হতভাগা লিখেছেন : ছেলেরা যার ফেল করছে তাদেরকে রিক্সা ধরাইয়া দিতে হবে । আর মেয়েদের নিয়ে করিয়ে দিতে হবে - পড়াশুনা অনেক হয়েছে ।
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:৪৯
197857
চিরবিদ্রোহী লিখেছেন : Happy>- Happy>- Applause Applause
254069
১৩ আগস্ট ২০১৪ রাত ১১:৪৪
আফরা লিখেছেন : প্রশ্ন তো পাওয়াই যায় পড়াশুনার দরকার কি ?তার পরও যারা ফেল করেছে তার সাজেশন হতভাগা ভাইয়া দিয়েছে ।
254117
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৬:১৩
কাহাফ লিখেছেন : ওরা প্রশ্নপত্র আগে ভাগে পায়নি মনে হয়,নাহিদের সাথে যোগাযোগ করে নি কেন....???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File