"বাঙ্গালী আসলেই মাথামোটা। সবসময় দুই লাইন বেশি বোঝে"
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১৫ জুলাই, ২০১৪, ০৪:৫০:১০ বিকাল
মাগুরা জেলার এক কৃষকের নাম
আমজাদ হোসেন। জার্মান ফুটবল
দলের বিরাট ফ্যান। নিজের
জীবনের চাইতেও
বেশি ভালোবাসে জার্মান
দলকে। সেই ভালোবাসার
বহিঃপ্রকাশ ঘটাতে তিনি তার
ব্যক্তিগত
জমি বিক্রি করে তৈরী করেন
সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্য
একটি পতাকা। যা বিশ্বের
সবচাইতে দীর্ঘতম পতাকা।
এটি তৈরী করতে তিনি ব্যক্তিগত
জমি বিসর্জন দেন। এই কৃতিত্বের
জন্য তার সাথে জার্মান দূতাবাস
থেকেও যোগাযোগ করা হয়। শুধু
তাই নয় ফিফা ফ্যান
ক্লাবে তিনি আজীবন সদস্যপদ লাভ
করেন।
১৩ জুলাই আর্জেন্টিনার
সাথে জার্মানী জিতে চতুর্থ
বারের মত বিশ্বকাপ জিতায়
আনন্দে ভাসছেন আমজাদ হোসেন।
সোমবার ভোর রাত
থেকে আমজাদ হোসেনের
গ্রামের শত শত
লোকেরা তাকে তার
বাড়িতে দেখতে আসে।
তাকে নিয়ে মিছিল করছে। শুধু
তাই নয়, তাকে দুধ দিয়ে গোসল্ও
করাচ্ছে।
জার্মানী বিশ্বকাপ জিতায়
খুশিতে আমজাদ আলী ৫০০
জনকে মেজবান খাওয়াবেন বলেও
ঘোষণা দেন। এর জন্য আবার্ও
জমি বিকৃ করবেন বলে জানায়।
.
দেখুন, কতটা মাথামোটা,
কতটা পাগল এই আমজাদ হোসেন।
একের পর এক ব্যক্তিগত
জমি হারাচ্ছেন তিনি। এই জমির
টাকাগুলো দিয়ে তিনি ভালো কিছু
করতে পারতেন না??
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাধারনতঃ ফেল মারলে এদের আত্মহত্যার নিউজ ও পাঠক কে পড়তে হয়।
মন্তব্য করতে লগইন করুন