উথানের শেষ সীমানায় পোছে গেলেই পতন বাকী থাকে
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১৩ জুলাই, ২০১৪, ১২:০১:০০ রাত
আজকে গাজায় ইয়াহুদী কতৃক মুসলিম
হত্যা দেখে আপনি মনে করছেন
মুসলিমরা মনে হয় সারা জীবন
মার খেয়েই আসছে। কিন্তু
একথা ভুলে যাবেন না যে,
উত্থানের শেষ সীমায়
পৌঁছে গেলে শুধুমাত্র পতনই
বাকি থাকে।
বর্তমান আমরা যে সময়টা পার
করছি সেটাকে যদি আপনি উপলব্ধী করতে না পারেন
তবে এর দায়ভার তো অন্য
কারোর উপর বর্তাবে না।
আপনাকে বুঝতে হবে ইতিহাসের
পালা কিভাবে বদল হয়,
কিভাবে অত্যাচারী গোষ্ঠী মজলুম
জাতিতে রুপান্ত্ররীত হয়।
আপনাদের কি মনে হয় আজকের
পরাশক্তি জায়নিষ্টরা মুসা (আঃ)-
এর সময় থেকেই এই অবস্থায় আছে?
আপনারা কি মনে করেন মধ্য
দুপুরের সূর্য চিরকাল স্থির থাকে?
আপনারা কি ভুলে গেলেন গতকাল
পর্যন্ত এক টুকরা ভূখণ্ডের জন্য
জায়নিষ্টরা মানুষের
দারে দারে ভিক্ষা করেছে?
আপনারা কি ভুলে গেলেন গত ২০০০
বছর থেকে জায়নিষ্টরা তাদের
পবিত্র ভূমি থেকে বঞ্চিত ছিল?
তাদের তো গোলামীও
করা লেগেছে?
তারা কি রোমানদের গোলাম
ছিল না? আজকে এই গোলাম
জাতিটিই জালিমে পরিণত
হয়েছে।
ইতিহাস সত্য যে, গোলাম
জাতি জালিমে রুপান্তরীত
হয়েছে।
মনে রাখবেন, পতনের শেষ সীমায়
পৌঁছে গেলে কেবলমাত্র উত্থানই
বাকি থাকে।
আপনারা কি আপনাদের
নিজেদের ভুলে গেলেন?
আপনাদের
সর্ণালী অতীতে কি মরিচা পরে গেছে?
আসলে আপনাদের সম্মানীত
পূ্র্বপুরুষগণ রক্ত দিয়ে এই ধরণীর
বুকে এমন এক ইতিহাস
রচনা করে গেছেন,
যাকে মরিচা স্পর্শ
করতে আসলে মরিচা নিজেই স্বর্ণ
হয়ে যেত। ঘুম থেকে জেগে উঠুন,
বাহিরে সূ্র্য উঠে গেছে। অথচ
আপনি ঘুমচ্ছেন? নয়তো বা অনেক
বেশি দেরি হয়ে যাবে।
চোখের পানি মুছে ফেলুন, ঐ
সামনে তাকিয়ে দেখুন বিজয়
হাতছানি দিয়ে ডাকছে।
আপনারা কি মনে করেন যে,
রাত্রে ঘুমিয়ে থাকবেন আর বিজয়
আপনার দরজায় এসে ডাকবে জনাব
অমুক সাহেব উঠুন, আমাকে গ্রহণ করুন?
এরকম কিছু নাকি? আসলে এরকম কিছু
নেই।
বিপ্লব মানে জীবন
দেয়া বসে থাকা নয়
সে কোন দিন
আসবে নারে করো যদি ভয়,
আসবে বিজয় রক্ত আর জীবনের
বিনিময়
আসবে বিজয় রক্ত আর জীবনের
বিনিময়।
হে মুসলিম উম্মাহ! আপনি ঘুমচ্ছেন?
দাজ্জাল আসার পরে কি ইমান
বাড়ানো সম্ভব হবে? ধরুন, এখন
যদি দাজ্জাল চলে আসে কিন্তু
আপনি বেনামাজী।
আপনি কি নামাজী হতে পারবেন?
এটা কি সম্ভব? আপনার
কাছে কি অহী আছে যে, দাজ্জাল
এখন আসবেনা ? না আপনি এ
ব্যাপারে নিশ্চিত হয়ে গেছেন
যে, মৃত্যুর আগে তওবা করার সুযোগ
পাবেন? আপনার জীবনের
কি কোন নিশ্চয়তা আছে যে,
আপনি আর ১ ঘণ্টা জীবিত থাকবেন?
সুতরং ফিরে আসুন সেই রবের
দিকে আর জায়ন্তবাদীদের
মোকাবেলার জন্য প্রস্তুত হোন।
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুতরং ফিরে আসুন সেই রবের
দিকে আর জায়ন্তবাদীদের
মোকাবেলার জন্য প্রস্তুত হোন।ভালো লিখেছেন জাজাক অাল্লাহ খায়ের।
মন্তব্য করতে লগইন করুন