সকল মুসলিমের ঐক্য চাই
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ০৯ জুলাই, ২০১৪, ১০:০৪:৫৯ সকাল
মুসলিম জাতির অনন্য কিছু
বৈশিষ্ট্য আছে। পারস্পরিক ঐক্য ও
বিভক্তি এর অন্যতম। এটি শুধু আল্লাহ
ও তাঁর রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের
আনুগত্যের ভিত্তিতেই হয়।
হাদীসে উল্লেখ আছে “এক মুসলমান
অন্য মুসলমানের জন্য এক শরীর সদৃশ।
যদি এর একটি অংশ আঘাতপ্রাপ্ত হয়
তবে এর প্রভাবে সারা শরীর
ব্যথিত ও আঘাতপ্রাপ্ত হয়।” অদৃশ্য এই
শক্তিই মুসলমানদের অবিস্মরণীয়
বিজয়ের গোপন রহস্য।
সুলতান সালাহুদ্দীন আইয়ূবী রহ.
বায়তুল মুকাদ্দাস পুনর্উদ্ধারের
জন্য ঐ সময় চূড়ান্ত বিজয়ের
প্রস্তুতি নেন, যখন মুসলমানদের
পারস্পরিক বন্ধন সুদৃঢ় হয়
এবং শামের নেতৃস্থানীয়রা একই
প্লাটফর্মে জড়ো হন। ইতিহাসের
ঘটনাবলী বিশ্লেষণ
করলে একথা স্পষ্ট হয়ে উঠে যে,
মুসলমানরা কোনো একটি যুদ্ধেও
সফলকাম হতে পারেনি; যতক্ষণ
না তাদের মধ্যে ঐক্য ও সংহতির
সুদৃঢ় বন্ধন স্থাপিত হয়েছে।
পারস্পরিক সহযোগিতাবোধ
জেগেছে। মতবিরোধ ও
ভেদাভেদ
থেকে নিস্কৃতি পেয়েছে। কিন্তু
যখন প্রত্যেক ব্যক্তি নিজস্ব মত-পথ ও
চিন্তাধারায় খেয়ালী বিচরণ
করবে; নিজেদের মধ্যে সৃষ্ট মত
পার্থক্য শত্রতার রূপ নেবে; তখন
সফলতার আর কোনো প্রচেষ্টাই
কাজে আসবে না। সর্ব
ক্ষেত্রে মুসলমানরা হবে অপদস্থ।
তাদের জন্য থাকবে পরাজয়ের
গ্লানি।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন