জানতে চাই ???
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ০৫ জুলাই, ২০১৪, ০২:১৮:৩৬ দুপুর
অনেকে ব্রাদার বিধর্মী প্লেয়ার/দেশের সাফল্য কামনা করে স্ট্যাটাস
দিচ্ছে, তাতে কোনো সমস্যা নাই। প্রিয় প্লেয়ার/দলের সাফল্য কামনা করাটা দোষের কিছু না। কিন্তু কোনো বিধর্মী প্লেয়ার/দেশের সাফল্য কামনা করে দেয়া স্ট্যাটাসের শেষে " ইনশাল্লাহ " লেখা কতটা যুক্তিযুক্ত? (যারা এই ব্যাপারে জানেন, তাদের কমেন্ট আশা করছি) আর এটা কোনো বিশেষ দলের নয়, বরং সব দলের সমর্থকরা এই রকম স্ট্যাটাস দিচ্ছেন। একজনতো নামকরা একটা প্লেয়ারের অসুস্থতার জন্য আল্লাহকে দোষ দিয়ে দিলো, সে লিখেছে "হায় আল্লাহ তুমি এটা কি করলে, তার (প্লেয়ারের নাম নিয়ে)
বিশ্বকাপটাই শেষ করে দিলে?" যাই হোক, আমি কোন বিধর্মী টিমকে সাপোর্ট করি না। কিন্তু বিধর্মীদের জন্য আল্লাহর সাহায্য চাওয়াকে বিশুদ্ধ আহাম্মকি ছাড়া আর কিছুই বলতে পারছিনা।
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন