শেখ হাসিনা কি ফ্যাসিস্ট নাকি গনতান্ত্রিক.....? চলুন দেখি রাষ্ট্রবিজ্ঞান কি বলে.....
লিখেছেন লিখেছেন Shopner Manush ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২১:১৯ রাত
দেশজুড়ে ইদানিং একটি শব্দ বিরোধী দল বা মতের নেতাকর্মী-সমর্থকদের মুখে বহুল প্রচলিত । শব্দটি হচ্ছে “ফ্যাসিস্ট-হাসিনা” ।
অপরদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন “গনতন্ত্রের মানসকন্যা” ।
দুই পক্ষের ভিন্নমতের কারনে সাধারন মানুষ Confused যে, শেখ হাসিনা আসলে কি...?
এই Confusion দুর করার জন্য চলুন দেখি রাষ্ট্রবিজ্ঞান কি বলে...!
রাষ্ট্রবিজ্ঞানের কলঙ্কজনক একটি রাষ্ট্রব্যবস্থা হচ্ছে ইতালীর বেনিটো মুসোলিনির প্রবর্তিত ফ্যাসিজম ।
রাষ্ট্রবিজ্ঞানে ফ্যাসিজম বা ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধানের যে ক’টি বৈশিষ্ট্য পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলোঃ
১) ফ্যাসিস্ট সরকার/রাষ্ট্রপ্রধান গন-আন্দোলন দমনে পাশবিক শক্তি বা বল প্রয়োগ করে থাকে ।
২) জনগনের সার্বভৌম ক্ষমতা, মৌলিক অধিকার ও স্বাধীনতা অস্বীকার করে ।
৩) উগ্র জাতীয়তাবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে ।
৪) এক দলীয় রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে ।
৫) বিরোধী মত/দলকে বল প্রয়োগ করে দমন করার চেষ্টা করে ।
৬) জনমতকে অবজ্ঞা ও অবহেলা করে, রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে ।
৭) দলীয় গনমাধ্যমের দ্বারা জনগনকে বিভক্ত, বিভ্রান্ত ও নিজেদের পক্ষে রাখার চেষ্টা করে, বিরোধী মতের গনমাধ্যমকে দমন করে ।
৮) রাষ্ট্রের মধ্যে সর্বদাই একটা বিপ্লবের সম্ভাবনা বিরাজ করে ।
যেকোন মুক্তবুদ্ধির মানুষ যদি উপরোক্ত ৮টি বৈশিষ্ট্যের সাথে ব্যক্তি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারের তুলনা করেন, তবে নির্দ্বিধায় বলতে পারবেন, এর প্রতিটি বৈশিষ্ট্যই রাষ্ট্রপ্রধান হিসেবে শেখ হাসিনার মধ্যে এবং দল হিসেবে আওয়ামী লীগের মধ্যে বিরাজমান ।
কারন, যেকোন আন্দোলন দমনে (হোক সেটা শিক্ষকদের বেতন-ভাতার আন্দোলন/কোটা বিরোধী ছাত্র আন্দোলন) হাসিনা পুলিশ, বিজিবি ও দলীয় ক্যাডারদের দিয়ে চরম শক্তি প্রয়োগ করাচ্ছেন, দেশের মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা বলতে কিছুই নেই । শাহবাগী ব্লগার ও বুদ্ধিজীবিদের মাধ্যমে হাসিনা বাঙালী জাতীয়তাবাদকে উগ্রভাবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন, যেখানে পাহাড়ী অঞ্চলে প্রায় ২২ টি সম্প্রদায়ের উপজাতি বসবাস করে, যারা বাঙালী নয় । বিরোধী দল ও মতকে হাসিনা কঠোরভাবে দমন করছেন, জনমতকে অবজ্ঞা করে তিনি নিজের মতকেই সর্বদা বেশি গুরুত্ব দিচ্ছেন ।
পত্রিকা, টিভি চ্যানেল বন্ধ করে, পত্রিকা সম্পাদককে গ্রেফতার করে-রিমান্ডে নির্যাতন চালিয়ে তিনি বিরোধী গনমাধ্যমকে গলাটিপে হত্যার চেষ্টা করছেন । আর নিজের ও নিজ দলের এসব কর্মকান্ডের কারনে তিনি সবসময়-ই একটা বিপ্লবের সম্ভাবনায় ভূগছেন ।
সুতরাং, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাই প্রমানিত হয় যে, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান এবং তার আওয়ামী লীগ সরকার চরমভাবে ফ্যাসিজমে বিশ্বাসী ।
তাই, হাসিনাকে “গনতন্ত্রে মানসকন্যা” উপাধী দেয়া গনতন্ত্রকে উপহাস করা ছাড়া আর কিছুই নয়, কারন তার/তাদের এইসব কর্মকান্ডের কোনটি-ই গনতন্ত্র সমর্থন করেনা ।।
(**ফ্যাসিজমের সংজ্ঞা নেয়া হয়েছে যেসব বই থেকেঃ
*Problems of Political Philosophy- Raphael
*Contemporary Political Philosophy- Quintor, Authory ))
বিষয়: বিবিধ
১৬৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন