ফেলানী হত্যা মামলা ইস্যুতে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছে ভারত
লিখেছেন লিখেছেন হাশেমি ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:২৯:৩৭ রাত
ধৈর্য্য তো আমরা ধরবই । ধৈর্য্য ধরার জন্যই তো এ ভূখণ্ড সৃষ্টি হয়েছে !
- ২০০০ সালে ৩৯ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০০০ সালে আমরা ধৈর্য্য ধরেছি ।
- ২০০১ সালে ৯৪ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০০১ সালেও আমরা ধৈর্য্য ধরেছি ।
- ২০০২ সালে ১০৫ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০০২ সালেও আমরা ধৈর্য্য ধরেছি ।
- ২০০৩ সালে ৪৩ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০০৩ সালেও আমরা ধৈর্য্য ধরেছি ।
- ২০০৪ সালে ৭৬ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০০৪ সালেও আমরা ধৈর্য্য ধরেছি ।
- ২০০৫ সালে ১০৪ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০০৫ সালেও আমরা ধৈর্য্য ধরেছি ।
- ২০০৬ সালে ১৪৬ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০০৬ সালেও আমরা ধৈর্য্য ধরেছি ।
- ২০০৭ সালে ১২০ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০০৭ সালেও আমরা ধৈর্য্য ধরেছি ।
- ২০০৮ সালে ৬২ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০০৮ সালেও আমরা ধৈর্য্য ধরেছি ।
- ২০০৯ সালে ৯৬ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০০৯ সালেও আমরা ধৈর্য্য ধরেছি ।
- ২০১০ সালে ৭৪ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০১০ সালেও আমরা ধৈর্য্য ধরেছি ।
- ২০১১ সালে ৩৪ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০১১ সালেও আমরা ধৈর্য্য ধরেছি ।
- ২০১২ সালে ৪২ জন নিরীহ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত হয়েছিল! ২০১২ সালেও আমরা ধৈর্য্য ধরেছি ।
বর্তমানে ২০১৩ সালেও থেমে নেই বিএসএফের পাখি (নিরীহ বাংলাদেশী) শিকার এখনও আমরা ধৈর্য্যের সাথেই তাদের এই পাখি শিকারকে পর্যবেক্ষণ করে যাচ্ছি। ধৈর্য্য কাকে বলে দেখতে চাইলে সবুজ –শ্যামল এই ভূখণ্ডে আসতে হবে ।তাহলেই দেখতে পাওয়া যাবে অসংখ্য ফেলানির তপ্ত তাজা খুনে কীভাবে সবুজ জমিন লাল সূর্যের মত রক্তাক্ত হওয়ার পরেও এই জনপদের অধিবাসীরা ধৈর্য্য ধরে আছে!
ধৈর্য্য!ধৈর্য্য!ধৈর্য্য!
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন