=> সুলতান সালাহুদ্দীন আইয়ুবির সম্পদের পরিমাণ সম্পর্কে বিস্ময়কর তথ্য !!

লিখেছেন লিখেছেন হাশেমি ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২৬:৩২ দুপুর

=> মাত্র ১৯ বছর। এ ১৯ বছর ধরে তিনি তার

সুসংগঠিত সৈন্যবাহিনী নিয়ে ইউরোপিয়ানদের

দখলকৃত মসজিদে আকসা উদ্ধার করার জন্য অবিরাম লড়াই করেছেন। তার পরিচালিত

সর্বমোট যুদ্ধাভিযান সংখ্যা- ৭৪ টি। ফিরিঙ্গিরা যে মসজিদে আকসা দখল করে রেখেছিল

প্রায় ৯১ বছর ধরে- তিনি তার জীবন বাজি রেখে সেই হারানো প্রথম কেবলা আমাদের জন্য

উদ্ধার করে দিয়েছিলেন।

এ উদ্ধার অভিযানে শুধু ফিরিঙ্গিরা নয়, তাকে লড়তে হয়েছে অনেক মুনাফিক মুসলিম

শাসকের বিরুদ্ধেও। তিনি হাল ছাড়েননি।

মসজিদে আকসার বিজয় তার সৌভাগ্যমন্ডিত ললাটে চুমো দিয়েছে। এ মহান বিজেতার নাম সুলতান সালাহুদ্দীনআইয়ুবী।

শুধু তার নামটুকুই আমরা জানি। আমরা অনেকেইহয়তো জানি না- মৃত্যুকালে তার রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ। অজস্র

যুদ্ধে ইউরোপিয়ানদের বিপক্ষে বিজয়ী এ সেনাপতির

সম্পদের পরিমাণ কতো হতে পারে- অনুমান করা যায়? অবাক হওয়ার মতো তথ্য হল- তার

রেখে যাওয়া সম্পদের পরিমাণ ছিল মাত্র ৪৭

দিরহাম এবং একটি দিনার। তার নিজের কোনো ঘরছিল না, কোনো জমিও ছিল না। তার দাফন-

কাফনের ব্যবস্থা করতে হয়েছিল বন্ধুদের ধার করা দিরহাম-

দিনার দিয়ে। ভাবা যায়!

চারদিকে এমন গবেষণা ও এগিয়ে যাওয়ার এ যুগেও

আমাদের এ বীরপুরুষ সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা বনে-জঙ্গলে পালিয়ে বেড়ানো চে-

গু’র ছবি বুকে নিয়ে গর্ব করি, নেপোলিয়ন, মুসোলিনি সম্পর্কে জানতে আগ্রহী, হিটলারের

বাঙ্কার আর তার প্রেমিকার নাম-ধাম নিয়ে উৎসাহ

বোধ করি- এদের আড়ালে নিজেদের বীর মহাপুরুষদেরকে ভুলে আছি!

শেকড়ের সাথে সংযোগ বিচ্ছিন্ন বলেই আজ আমরা এমন আগাছা-পরগাছা হয়ে বেঁচে আছি।

বোঝা যায়!

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File