হাজার বছর ঝর্নায় থাকা রস না পাওয়া নুড়ি
লিখেছেন লিখেছেন হাশেমি ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:৩৩:১২ সন্ধ্যা
মজলুমের উপরে জালিমের অত্যাচারের বিরুদ্ধে দাঁড় করাতে
বার্থ যে ঈমান, সেই ঈমান নিয়ে কি ভাবে আমি জান্নাতে যাব ??
আমি তো তায়েফের ঘটনা জানি ? আমি কি খাব্বাব কে জানি ?
আমি কি দরিদ্র আলি রাঃ কে জানি ?আমি বেলালের রাঃ আনহুর
নাম শুনেছি , যাকে রশ্মি বেধে অঙ্গারের উপরে রাখা হত, শুনলেও
সেটা আমার আবেগকে কেন নাড়া দেয় না কেন ?
না না এই গুলি শুধু ইসলামের প্রাচীন কালের ইতিহাস
আমার সাথে ওই সবের কোন সম্পর্ক নেই, আমি স্বাধীন,
মুক্ত বিহঙ্গ , আমার নামটাই তো শুধু অদের সাথে মিলে যায়,
থাক, একটা জিনিসের মিলতো আছে ওদের সাথে ।
হৃদয় আজ হাজার বছর ঝর্নায় ডুবে থাকা রস না পাওয়া নুড়ির মত ।
ক্ষমা করো প্রভু এই দীনতা হতে , সকল প্রশ্নই জানি কিছুটা,
তবুও কোথায় যেন একটা গড়মিল, কেন ভুলে যাই? আমরাতো তাঁদেরই
উত্তরসুরি "যাদের দিন কেটেছে ঘোরার পিঠে আর রাত কেটেছে জায়নামাজে
বিষয়: রাজনীতি
১৪৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন