চাই না হতে বন্দী
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ০৯ মার্চ, ২০১৪, ০৯:১২:৪৯ রাত
অস্তির এই পৃথিবীতে সব কিছুই চলমান
যার গতিতে সে ছুঁটে চলছে-
পিছু ফিরে তাকানোর সুযোগ নাই।
কিন্তু!
আমি স্থির হয়ে দাঁড়িয়ে একটি ছোট্ট গন্ডির মধ্যে,
বালতিতে আটকানো পানির মত চতুর্দিক থেকে বন্দী
অনুভব করি,
কিন্তু!
আমি ছুটছে চায় মুক্ত বিহঙ্গের মত দিক থেকে দিগন্তে,
আমি চায় মুক্ত পাখির মত ডানা মেলে উড়াল দিতে-
নীলীমার দশ দিগন্তে।
আমি দেখতে চায় পাখি ডাকা স্নিগ্ধ ভোর,
আমি আর বন্দী থাকতে চায় না, চায় না..
কিন্তু!
প্রকৃতির কাছে হার মেনে নিতে হয়,
প্রকৃতির ধরা-বাঁধা নিয়মের মাঝে নিজেকে মানিয়ে নিতে হয়,
তবুও আমি চাই না হতে বন্দী।
বিষয়: সাহিত্য
৯৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন