ইসলাম ধর্মের রম্য উপাদান।
লিখেছেন লিখেছেন রায়হান রহমান ১২ নভেম্বর, ২০১৪, ১০:২০:৩৭ রাত
১। ইরাকের ইসলামি রাষ্ট্রের মোমিন জেহাদীরা এ পর্যন্ত ১০ হাজার পুরুষকে হত্যা করেছে, ১৭ হাজার জনকে আহত করেছে এবং সাত হাজার মেয়েকে যৌনদাসী হিসেবে ব্যবহার করছে। তো এবার ইসরায়েল রাজধানীতে একটা বোমা ফেলাক। তাতে অন্তত মোমিনের আল্লাহ'তায়ালার ক্ষমতাা কিছুটা যাচাই করা যাবে।
২। ধর্ম বিষয়ে প্রশ্ন করিয়া ধার্মিকদের লজ্জা দিবেন না, লজ্জা পাইলে উহাদের লজ্জাস্থানও গরম হইয়া যায়।
৩।নুহ নবীর নৌকা রম্য - কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়া এরকম গালগল্প বিশ্বাস করার নামই ধর্ম।
বিষয়: বিবিধ
২০৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জেহাদীরা এ পর্যন্ত ১০ হাজার
পুরুষকে হত্যা করেছে, ১৭ হাজার জনকে আহত
করেছে এবং সাত হাজার
মেয়েকে যৌনদাসী হিসেবে ব্যবহার করছে।
//
কাদের কথা বলছেন?
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : আপনার মত মোমিন মুসলমানদের কথা বলছি।আপনার বিদ্যার দৌড় কতটুকু তা আমার জানা নেই! যারা ১.৩ বিলিয়ন মানুষের আদর্শ মুহাম্মদ (সঃ) এর বিরুদ্ধে কটূক্তি করে বা তাঁর সম্বন্ধে নোংরা কথা ছড়ায় তাদের আমি বলি, মাইকেল হার্ট এর লেখা দ্য হান্ড্রেড বইটি পড়ার জন্য।
গুগল থেকে সার্চ দিলেও এর পি ডি এফ পাওয়া যাবে। একজন খৃষ্টান মাইকেল হার্ট কেন মুহাম্মদ ( সাঃ) কে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষদের সেরা হিসেবে স্বীকৃতি দিল তা আপনার ও জানা উচিত। হয়তো ঐ টুকু জ্ঞানলাভ করলে- তার বিরুদ্ধে আপনি কোন কিছু লেখার আগে দুবার ভাববেন!
কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেয়া ঠিক নয়,আপনার বাবা মা বা অভিভাবক থাকলে তাঁদের জিজ্ঞেস করে দেখুন! কোটী কোটী মানুষ যাকে শ্রদ্ধা করে তার নামে অশ্রদ্ধা প্রকাশ করে আপনি আপনাকেই খাটো করছেন- আপনি অন্যদেরকে আপনার জাত চিনিয়ে দিচ্ছেন । আপনার ঘৃণা প্রকাশের ধরন দেখে মনে হয়, কী- বোর্ড নয়, হাতে অ্যাটম বোমা থাকলে গোটা পৃথিবীর মুসলিমদের এক হাত দেখে নিতেন!
এটা মানসিক সুস্থতার লক্ষণ নয়! বুঝতে পারছেন কি বলছি! আপনাকে আপনার ‘কর্মের জন্য ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত!
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : ১। ঐ ছেলেপুলেদের বাবা (যদি তাদের লিগ্যাল বাবা থাকে আর কি!) যদি তাদের আদব কায়দা না শিখিয়ে থাকে, আমার কি করার আছে!আসলেই আপনার করার তেমন কিছু নেই। বাইজান্টাইন থেকে চালান হয়ে আসা মুস্লিমদের উম্মেমুমিনূন মারিয়ার গর্ভের সন্তান নিয়েই যখন মানুষের সন্দেহ, সেখানে আজকের যুগের সন্তানদের বাবা ইস্যু অতি মামুলি। তাছাড়া ইসলামের নবী মোহাম্মদ এবং তার লোকজন যে হারে মুতা, হিল্লা এবং গনিমত দাসীদের সাথে মৌজ ফূর্ত্তি যৌনতা করেছে তাতে আজকাল মুসলিম ছেলেপেলের বাবার পরিচয় খুজে পাওয়া দুস্কর।
২। "যারা ১.৩ বিলিয়ন মানুষের আদর্শ মুহাম্মদ (সঃ) এর বিরুদ্ধে কটূক্তি করে বা তাঁর সম্বন্ধে নোংরা কথা ছড়ায়"
ভালই! সংখ্যার দোহাই? অথচ মোহাম্মদের আমদানী করা কোরাণের পাতায় পাতায়, পরতে পরতে পৃথিবীর অবশিষ্ট মানুষকে অভিশপ্ত, লাঞ্চিত, তুছ্ছ তাছ্ছিল্য এবং এমন কি কতল করার হুকুম দিয়েছে তার ফয়সালা কে করবে?।
৩। "কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেয়া ঠিক নয়"
ভুতের মুখে রামরাম!! ইহুদী, খ্রীষ্টান, পৌত্তলিন, প্যাগান ধর্ম নিয়ে ইসলাম কি বলে? কাবাঘরের ৩৬০টি মূর্ত্তি কে ভেংগেছে??
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : তোরে না কইসি লাথ্থি দিয়া গাজায় পাঠায়া দিমু। ইহুদীর কিলগুতা খাবি আর আল্লা আল্লা কইরা চিক্কুর দিবি।মন্তব্য করতে লগইন করুন