মানুষ সরলতাকে দূর্বলতা মনে করে কেন ?
লিখেছেন লিখেছেন আরফাত এইচ বিপ্লব ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৫৬:৩৫ সকাল
মানুষ সরলতাকে দূর্বলতা মনে করে কেন ?
অনেকে ঝামেলা এড়াতে নিজেকে কিছু কাজ থেকে বিরত রাখে। অসৎ মানুষরা সেটাকে দূর্বলতা মনে করে। হাড়ে হাড়ে টের পাচ্ছি- সোঝা আঙ্গুলে আসলেই ঘি উঠেনা্।
আমার এক শিক্ষক বলতেন- সুইপারের সাথে কোলাকুলি করার চেয়ে আতঁর ব্যাপারীর সাথে হাতাহাতি করা ভাল।
কেননা সুইপারের সাথে কোলাকোলি করলেও শরীর থেকে দূর্গন্ধ আসে। পক্ষান্তরে আতঁর ব্যাপারীর সাথে হাতাহাতি করলেও সুগন্ধ ছড়ায়।
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন