ফেসবুক নজরদারী কি শুধুই এক পক্ষীয় ???
লিখেছেন লিখেছেন আমি সমালোচক ২৯ নভেম্বর, ২০১৫, ০৮:২৭:৩৩ রাত
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজকেও বলেছেন “বিকল্প ফেসবুক ব্যবহারে অ্যাকাউন্ট হ্যাক করা হবে”
১৮ই নভেম্বর১৫ইং দুপুর ১২টা থেকে সরকার ফেসবুকসহ আরো কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করেছেন । আসুন দেখি সরকারী দলের পক্ষ থেকে ফেসবুক ব্যবহারের কিছু নমুনা:
১]
একনম্বর ছবিটি ২৭নভেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের পেজ থেকে আপলোড দেয়া হয়েছে ।
২]
দুইনম্বর ছবিটিও ২৭নভেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের পেজ থেকে আপলোড দেয়া হয়েছে ।
৩]
তিনম্বর ছবিটিও কেন্দ্রীয় ছাত্রলীগের পেজ থেকে ২৭নভেম্বর আপেলোড দেয়া হয়েছে ।
৪]
চার নম্বর ছবিটি আওয়ামীলীগ সরকারের মন্ত্রী জুনায়েদ আহমদ পলক ২৬নভেম্বর সরাসরি নিজের ফেসবুজ পেজ থেকে আপলোড দিয়েছেন ফেসবুকে । টুইটার থেকে নয় ।
৫]
পাঁচ নম্বর ছবিটি আওয়ামীলীগ সরকারের মন্ত্রী জুনায়েদ আহমদ পলক ২৭নভেম্বর সরাসরি নিজের ফেসবুজ আইডি থেকে আপলোড দিয়েছেন ফেসবুকে । টুইটার থেকে নয় ।
৬]
ছয় নম্বর ছবিটি ছাত্রলীগের পক্ষ থেকে ২৬নভেম্বর আপলোড দেয়া হয়েছে চিটগং থেকে ।
৭]
সাতনম্বর ছবি স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ২৩নভেম্বর আপলোড দেয়া হয়েছে ।
৮]
আটনম্বর ছবিটি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় পেজের পক্ষ থেকে ২৭নভেম্বর আপলোড দেয়া হয়েছে ।
৯]
নয়নম্বর ছবি চট্টগ্রামের মেয়র আজম নাছিরের ছবি সংবলিত ছাত্রলীগের পক্ষ থেকে ১৮তারিখ সন্ধ্যা ৭টা ২১মিনিটে আপলোড দেয়া হয়েছে । চিন্তুা করে দেখুন । ১৮তারিখ দুপুর ১২টায় সরকার ফেসবুক বন্ধ করেছে অতচ ঐদিনই সন্ধ্যায় ওরাই ফেসবুক ব্যবহার করেছে । তাহলে ওদের কাছ থেকে দেখেই যে অন্যান্যরা ফেসবুক ব্যবহার শুরু করেছে এই ৯নং ছবিটাই তার প্রমাণ ।
১০]
দশনম্বর ছবিতে ২৩নভেম্বর হরতার বিরুধী ছাত্রলীগের মিছিলের ছবি আপলোড দেয়া হয়েছে ।
১১]
১২]
নজরদারী কাদের জন্য ? নিজের বগলের নীচে গন্ধ রেখে অন্যের বগলের গন্ধ খুঁজা শ্রেষ্ট বোকামী নয় কি ?
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন