বন্ধু হলেই নিম্নমানের লিখায় পাম্প দিবেন না

লিখেছেন লিখেছেন আমি সমালোচক ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪১:১৪ সকাল

ইদানিং দেখা যাচ্ছে ব্লগারের লেখা তেমন মান সম্মত না হলেও পরিচিত বন্ধুরা প্রশংসার খই ফুটিয়ে তুলেন ।

ভাব খানা এমন যে বন্ধুর পোষ্টে মন্তব্য না করলে বন্ধু কি মনে করবে ।

আর মন্তব্য করতে গেলে তো প্রশংসাই করতে হবে । প্রশংসা না করলে আবার মন্তব্য হল নাকি ।

আপনি কি বুঝতে পারছেন না যেন-তেন লেখাকে আপনি প্রশংসা করে আপনার বন্ধুর লাভের চেয়ে ক্ষতিই করছেন বেশী ।

সুষ্ঠু সমালোচনা করুন । লেখা ভাল হলে আরো কিভাবে ভাল হত তা তুলে ধরুন । আর লেখা খারাপ হলে কোথায় দূর্বলতা আছে তা ধরিয়ে দিন ।

অনেকে নিজের ব্লগে পোষ্টের সংখ্যা বাড়াবার জন্য লিখেন ।

দরকার কি আলুপাতা, জামপাতা দিয়ে ব্লগ ভর্তি করার যদি কারো কোন কাজে না আসে ।

দু’চার আঙ্গুল লিখে ছেড়ে দিলেই যেখানে লেখা প্রকাশ হয়ে পড়ছে সেখানে অনেক ব্লগার ওয়ান টাচেই লেখা প্রকাশ করেন । এমন কি নিজের লেখার বানানটাও চেক করেন না ।

কেন এমন করবেন ?

যে লেখাটি লিখবেন সে লেখাটি লিখে আগে ড্রাপ করুন । তারপর নিজে নিজে পাঠক সেজে পাঠ করুন । সংশোধন করুন ।

লেখার জন্য পরিশ্রম করুন । দেখবেন লেখা মানসম্মত হচ্ছে ।

পরিশ্রম ছাড়া কেউ কোনদিন সফলতা পেয়েছে ? দেখাতে পারবেন ?

যেটা আরো অনেক পরে বুঝবেন তা আজকে বুঝার জন্য আমার এই প্রচেষ্টা ।

ব্যাঙ এ পেসাব করলেও লিখে ছেড়ে দেবার দরকার নেই ।

এতে ব্লগের প্রতি পাঠকের নেতিবাচক ধারনা জন্মে ।

অন্যের লেখা পাঠ করুন, বেশী বেশী মন্তব্য করুন ।

সুষ্ঠু সমালোচনা করন । দেখবেন লেখায় মান ফিরে আসছে।

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184339
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৯
নিমু মাহবুব লিখেছেন : অনেক ভালো পরামর্শ।
Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫০
136435
আমি সমালোচক লিখেছেন : সুষ্ঠু সমালোচনা করুন । লেখা ভাল হলে আরো কিভাবে ভাল হত তা তুলে ধরুন । আর লেখা খারাপ হলে কোথায় দূর্বলতা আছে তা ধরিয়ে দিন । এতে আপনার বন্ধুর উপকারই হবে ।
184340
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫১
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আপনিও বূঝী এই বিষয়ে লিখলেন। এই রকম জানলেতো আমি আমার আগের পোসট দিতামনা? চুক চুক
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৫
136442
আমি সমালোচক লিখেছেন : কেন আপনার আগের পোষ্ট দিয়ে কি আপনি এখন অনুশোচনায় ভুগছেন ? তার কারন কি ?
184346
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৬
136443
আমি সমালোচক লিখেছেন : লেখার জন্য পরিশ্রম করুন । দেখবেন লেখা মানসম্মত হচ্ছে ।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১১
136677
বাংলার দামাল সন্তান লিখেছেন : দোয়া করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো।
184366
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৪
আবু আশফাক লিখেছেন : বুঝলাম, আপনি নিজের লেখায় তেমন মন্তব্য না পেয়ে ঈর্ষান্বিত হয়ে পড়েছেন। আর তা-ই........
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৩
136453
আমি সমালোচক লিখেছেন : লেখার জন্য পরিশ্রম করুন । দেখবেন লেখা মানসম্মত হচ্ছে ।
পরিশ্রম ছাড়া কেউ কোনদিন সফলতা পেয়েছে ? দেখাতে পারবেন ?
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
136595
আবু আশফাক লিখেছেন : আমি তেমন পোস্ট দেই না, সময় কম। তারপরও এই কথাগুলো লেখার আগে আমার দু একটি লেখা পড়া উচিত ছিল।
আমাদের সবচেয়ে বড় রোগ হলো নিজেকে সবজান্তা মনে করা।

বি.দ্র. আমি আপনাকে রাগানোর জন্যই মন্তব্যটি করেছি। আমি তাতে সফল। আর আপনিও যে সমালোচনা নয়, পাম্প চান, সেটা বোঝা গেল!!
184389
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্লগ সাহিত্য নয়। জনমানুষের মতামত দেয়ার জায়গা। এখানে মানসম্মত খুঁজার অর্থ মানুষের বলার অধিকার কে বাধা দেওয়া।
১৭ মে ২০১৪ দুপুর ০৩:২৫
169909
আমি সমালোচক লিখেছেন : ব্লগ সাহিত্য নয় ঠিক কিন্তু সাহিত্যের বিচরন ক্ষেত্র । এখান থেকে অনেক ব্লগার সাহিত্যের ছাত্র হচ্ছেন, লেখক হচ্ছেন, প্রকাশক হচ্ছেন । আমি এখানে মানসম্মত খুজতেছি না । বলছিযে লেখার উপর মন্তব্য করতে গিয়ে অতিরিক্ত প্রশংসা করতে তাতে লেখকের লাভের চেয়ে ক্ষতিই হবে বেশী । সুষ্টু সমালোচনার পক্ষে কথা বলেছি । ধন্যবাদ আপনাকে ।
184409
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৫
১৭ মে ২০১৪ দুপুর ০৩:২৬
169910
আমি সমালোচক লিখেছেন : Good Luck Good Luck
184629
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৬
মাটিরলাঠি লিখেছেন : Rose Rose Rose Rose
১৭ মে ২০১৪ দুপুর ০৩:২৬
169911
আমি সমালোচক লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
184683
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৯
সজল আহমেদ লিখেছেন : সুন্দর পরামর্শ
১৭ মে ২০১৪ দুপুর ০৩:২৬
169912
আমি সমালোচক লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।
184686
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
সজল আহমেদ লিখেছেন : আমি নিম্ন মানের লেখায় ও পাম্প মারি।আপনাকে ধন্যবাদ পরামর্শটি দেয়ার জন্য।আমি আর দেবনা।
১৭ মে ২০১৪ দুপুর ০৩:২৭
169913
আমি সমালোচক লিখেছেন : নিম্মমানের লেখায় পাম্প মারা মানে লেখকের ক্ষতি করা । তিনি মনে করবেন অনেক ভাল লিখে যাচ্ছেন । আরো ভাল লেখার চেষ্টা না করে একই মানের লেখাই লিখে যাবেন ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File