বিদেশী শ্রমিকদের উপর অমানুষিক নির্যাতন চালায় সৌদিরাঃ প্রতিটি মুহুর্ত আতঙ্কে কাটে বাংলাদেশীদের!

লিখেছেন লিখেছেন প্রবাসে বাংলাদেশ ০৯ নভেম্বর, ২০১৩, ১২:০৩:৪২ দুপুর

saudi -আতিকুর রহমান,টোকিওঃ শান্তি, সাম্য, শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্টার চারণ ভুমি ও ইসলামের সুতিকাগার সৌদি আরবে শ্রমিক ও গৃহকর্মীদের অধিকার আজ সবচাইতে বেশী ভুলুন্টিত।সৌদি গৃহকর্তাদের অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে জীবিকা অন্বেষনে যাওয়া গৃহকর্মীরা।

৪ নভেম্বর আরব নিউজে প্রকাশিত ভিডিও তে দেখা যায় কোন রকম নিয়ম নীতি ও আইন কানুনের তোয়াক্কা না করে বাংলাদেশী এক গৃহকর্মীকে হাত,পা ও বেল্ট দিয়ে নির্মম ভাবে পেটাচ্ছে এক সৌদী।

নির্যাতিত ওই বাংলাদেশীর বুক ফাটা আর্তনাদ ও গগন বিদারি চিৎকার জানোয়ার রুপী সৌদীর মনে একটু ও দয়া করুণার উদ্রেক হয়নি।

Rotana News এ নিয়ে অনুষ্ঠান সম্প্রাচার করে আর এই প্রোগ্রাম দেখে সৌদি শ্রম মন্ত্যনালয় আলোচিত ৬ আক্রান্ত আজনবি নাগরিকদের ২৫০০০ রিয়াল পরিমাণ পুরস্কার ঘোষণা করে।

মানবাধিকার ও ইসলামের সোল এজেন্ট কিংবা ধারক বাহক হিসেবে দাবীদার সৌদি সরকার মিডিয়ায় অপ্রকাশিত প্রতিদিন ঘটে যাওয়া অহরহ মানবাধিকার ও শ্রম অধিকার লংঘনের যে সব ঘটনা ঘটছে তার জন্য ভিকটিম,নির্যাতিতদের ক্ষতিপুরণ দিবেন কিভাবে?

সৌদিদের শিষ্টাচারঃ

জুলাই’২০১৩ তে পবিত্র ওমরাহ পালনে আল্লাহ ও তার রাসুলের(সঃ) স্মৃতি ধন্য মক্কা ও মদিনায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল।

আত্মীয় স্বজন ও বন্ধুদের সহযোগিতায় আরবের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ফিরে দেখবার সুযোগ এই অদমের হয়েছিল।

৭দিনের জন্য আগে থেকেই বুকিং দেয়া পবিত্র হেরেম শরীফের অদুরেই “মক্কা টাওয়ার হোটেলে” ৭দিন পর যখন রিসিপশন থেকে বিদায় নিচ্ছিলাম তখন এক সৌদি রিসিপশনিস্টকে দেখলাম দিব্যি ভিডিও গেইম খেলছে!

টোকিও অফিস থেকে অনলাইনে ফুল পেমেন্ট হয়ে গেলেও কাস্টমার ডাটা না দেখে সে আমাকে বলছে আপনার পেমেন্ট কই? মামা শশুরের সামনে তার এই কথা শুনে ইচ্ছে হচ্ছিল কষে একটা চড় দিই এই অসভ্যটাকে! ৫স্টার হোটেলে ৭দিন থেকে বিদায় নেয়া যে কোন কাস্টমারকে যে অন্তত গুডবাই হলেও বলতে হয় সেই ভদ্রতা-শিষ্টতা টুকুও তার জানা নেই কিংবা তাদের সোসাইটি তাকে শিখায়নি।

ঊঠতি বখাটেদের উৎপাতঃ

মক্কা থেকে ৫ কি,মি এর পথ নিকটাত্মিয় চাচা শফিকের সুপার শপে গিয়ে উঠতি বখাটেদের নিয়মিত উৎপাত ও চাদাবাজি মাস্তানির কথা শুনে রীতিমত স্তম্ভিত হয়ে গেলাম।পাড়ার ছেঁচড়া মাস্তানদের ঠেকাতে মাসিক ১২-১৫শ রিয়াল হারে চাঁদা দেন ভাড়ায় চালিত এক পাতি মাস্তান কে!!বিড়ি,সিগারেট,ড্রিঙ্কস কিনে টাকা না দিয়ে যাওয়া নিত্য নৈমত্তিক ব্যাপার।

বিনা মজুরীতে ওভার টাইম,কাজে অসদাচারণ,দুর্ব্যবহার,আকামা পরিবর্তনে কফিলের মাত্রাতিরিক্ত টাকা আদায়,শারিরীক ও মানষিক নির্যাতনে বিষিয়ে উঠেছে প্রবাসীদের পরবাস যাপন।


riyadh

বিকৃতি রুচি ও বখাটেপনাঃ

অভিশ্বাস্য হলেও সত্য, ছবির এই মানুষটি হয়তোবা ইনডিয়ান, ভিডিওতে দেখা যায়, সৌদীআরবের রিয়াদের এক সাগর পাড়ে লোকটি বসে ছিল সাগরের পারে বন্ধুর সাথে,হঠাৎ করে এই আরবী লোকটি এসে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়, বেচারার কিছুই করার নেই!! তাদের দেশ,তাদের কানুন,প্রতিবাদ করলে মার খেতে হবে, নয়তো দেশে চলে যেতে হবে।

arabতার উপর মরার উপর খাড়ার ঘাঁ হয়েছে পড়েছে ভিসা সংক্রান্ত জটিলতা। সৌদি আরবে কর্মরত বাংলাদেশিসহ সকল শ্রমিকদের কফিল বা মালিক পরিবর্তন করতে না পারলে কিংবা ভিসা লাগাতে ব্যর্থ হলে আইনের মাধ্যমে তাদেরকে দেশে পাঠিয়ে দেয়া হবে। চরম উদ্বেগ-উৎকণ্ঠা আর সীমাহীন আতংকে দিন কাতাচ্ছে সৌদি আরবে অবস্থানরত কয়েক লক্ষ বাংলাদেশী শ্রমিক। সৌদি সরকারের অভিবাসন আইন অনুযায়ী একজন শ্রমিক যেই পেশায়, যেই কফিল বা মালিকের অধীনে কাজ করার জন্য এসেছেন, উক্ত পেশা বা কফিলের বাইরে কোথাও কাজ করলে তিনি অবৈধ অভিবাসি হিসেবে পরিগনিত হবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, বেশির ভাগ শ্রমিকই বিভিন্ন কারণে এই আইনের অপব্যাবহারের শিকার হচ্ছেন আর প্রতিনিয়তই গ্রেফতার হয়ে কারাভোগ ও দেশে ফেরত আসার আতংকে ভুগছেন।

1009930_444358445681251_215264772_n

ভিসা ও ইমিগ্রেশন পুলিশের ধরপাকড় আতঙ্কে দিন গুজরান করা প্রবাসীরা বলেন, আমাদের পক্ষে কথা বলার জন্য বা আইনি সহায়তা দেবার কেউই নেই। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা কেউ অবৈধভাবে সৌদি আরবে আসিনি। এখানে এসে কফিলের সমস্যা, আকামা নবায়নকরণ জটিলতা , পেশা পরিবর্তনজনিত সমস্যা এবং সৌদি সরকার কতৃক তাদের নাগরিকদেরকে শ্রমিক পরিচালনার অযোগ্য ঘোষণা করে আমাদেরকে কেনো অবৈধ অভিবাসি বানিয়ে প্রতিনিয়ত গ্রেফতার আতংকে রাখা হবে।

1452145_10152031233202125_2122020418_nসৌদি অভিবাসী কোন নাগরিক ইকামায় উল্লেখিত স্থান ও পেশা ছাড়া অন্য কাজ করতে পারবেনা।এই আইনের ব্যত্যয় ঘটলে অবৈধ ঘোষনা করে জেল, জরিমানা করা হবে।তাৎক্ষনিক শাস্তি হিসাবে ১ লাখ রিয়াল জরিমানা ও ২ বছরের কারাদন্ড ভোগ করতে হবে বলে জানিয়েছেন সৌদি ইমিগ্রেশনের পাসপোর্ট বিভাগ।

১৭ অক্টোবর বৃস্পতিবার এক প্রেস কনফারেন্সে পাসপোর্ট বিভাগের মুখপাত্র আহমেদ আলী হাইদান এই ঘোষনা দেন।

1382893919909075900Rights panel probes beating শিরোনামে আরব নিউজে জেদ্দা থেকে ROB L. WAGNER & RIMA AL-MUKHTAR লিখেছেন,

The Saudi Human Rights Commission has launched an investigation into the beating of an Asian expatriate by a Saudi man who became enraged that the expat allegedly spoke to his wife.

The video, which was posted on YouTube and has gone viral since Friday, shows a Saudi man yelling at the expat, who was wearing orange overalls. The Saudi then beat the man with what appears to be a belt as the alleged victim screams.

Ibrahim Al-Shadi, a spokesman for the Human Rights Commission, told Arab News Sunday that the attack is clearly an abuse of the man’s rights under Islamic law regardless of his motive.

“The video clip shows a horrendous violation of this worker’s dignity and safety, which is in contravention to the Islamic moral code of conduct and Saudi laws inspired by the Islamic Shariah,” Al-Shadi said.

“This goes against the grain of the rule of the law in Saudi Arabia regardless of what the worker might have done.”

Al-Shadi said the commission is now following up on this case with legal authorities to apply the rule of law and uphold the rights of the individuals involved.

Neither the Saudi nor the expat is identified in the video, which lasts just under two minutes, but the attacker is heard accusing the victim of speaking to his wife. The Human Rights Commission has received numerous complaints from viewers

পাঠকের বিশেষ ক’টি মন্তব্যঃ

সারির লিখেছেন, Hahaha this is not one incident. there are hundred per day in the kingdom but this is only recorded.

ভিজমা লিখেছেন, This is one of the documented incident. There are a lot of abuse which are undocumented, I hope the Saudi Government will uphold by what they called LAW।

Muneer লিখেছেন,

Those people's are mently sick.The authorities should admit them in mental hospital.

R-image এর সৌজন্যে নির্যাতনের ক'টি ভিডিও লিংকঃ

১। https://www.facebook.com/photo.php?v=1401611276743342

২। https://www.facebook.com/photo.php?v=460082874108808

৩। https://www.facebook.com/photo.php?v=459240137526415

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File