সত্যের সন্ধানে আপোষহীন য়ারা তাদের জন্যই পোষ্টটি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নজরুল ইসলাম ১৯ নভেম্বর, ২০১৩, ০৫:২০:১৫ বিকাল

স্বাধীন বাংলাদেশে বাস করেও যেন আজ আমরা পরাধীন,যাদের কারনে আজ আমাদের এই অবস্তা তথা বাংলাদেশের,যাদের কারনে আজ চলমান সংঘাতময় পরিস্তিতি বর্ধমান আমার লিখাই তুলে ধরার চেষ্টা করব।আমরা এতদিন এরশাদের আমলকে স্বৈরচারী হিসেবে জানতাম,সেই স্বৈরচারী আমলকেও যারা ছাডিয়ে নিয়ে গেছেন খুব ঠান্ডা মাথায় ।এবং যারা অন্যায়ের মদদদাতা ও অবৈধ কাজ গুলোকে যারা বৈধতা দিয়েছে নবম জাতীয় সংসদে। নবম জাতীয় সংসদে ৪৮টি স্হায়ী কমিটির মধ্যে যাদের ভুমিকা সবছেয়ে বেশী ছিল বাকশাল তথা একনায়কতন্ত্র প্রতিষ্টার দিবা স্বপ্ন ।আমি তাদের নাম ও সংসদের স্হায়ী কমিটির পদবী তুলে ধরছি । ১। সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি-মহিউদ্দীন খান আলমগীর(মখা) ২।আইন, বিচার ও সংসদ বিষয়ক কমিটির সভাপতি-সুরন্ঞ্জিত সেনগুপ্ত ৩।ধর্ম বিষয়ক কমিটির সভাপতি-মো:-মজিবর রহমান ৪।কার্য উপদেষ্টা,এবং কার্য প্রনালী বিধি সম্পর্কিত স্হায়ী কমিটি,এবংপিটিশন কমিটি,এবং বিশেষ অধিকার সম্পর্কিত স্হায়ী কমিটিসহ মোট চারটি কমিটির সভাপতি-মো:-আবদুল হামিদ (স্পিকার) ৫।প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি-এম ইদ্রিস আলী ৬।শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির সভাপতি-তোফাইল আহমদ ৭।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় কমিটির সভাপতি-মো:-দবিরুল ইসলাম ৮।শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির সভাপতি-রাশেদ খান মেনন ৯।স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির সভাপতি-মেজর জেনারেল (অব) আবদুস সালাম ১০।অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির সভাপতি-আ হ ম মুস্তফা কামাল ১১।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির সভাপতি-হাসানুল হক ইনু ১২।তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির সভাপতি-ওবায়দুল কাদের(যাকে আ-লীগের মধ্যে একজন ভাল মানুষ হিসেবে জানত বাংলার মানুষ সেই মানুষটি হচ্ছে তথ্য চোর ভদ্র মোখোশদারী যোগাযোগ মন্ত্রী)। আমি উপরে যাদের তথ্য দিয়েছি এরা সবাই নবম জাতীয় সংসদ বিষয়ক বিভিন্ন পদের সভাপতিগন, যারা বিগত পাচ বছর বাংলাদেশকে বানিয়েছে খেলার মাঠ, আর বাংলার জনগনকে বানিয়েছে হতাশ এবং নি:প্রাণ দর্শক।চিন্তাশীল মিডিয়া এবং উচ্ছক্ষমতাশীল মিডিয়া ব্যাক্তিত্ব যারা আছেন,ওদের সম্পর্কে স্টাডি করলে অনেক কিছু আপনারা বের করতে পারবেন ,যা এখোনো বাংলার সাধারণ মানুষের ধারনারও বাইরে।--------- ধৈর্য ধরি আর কয়টা দিন,নির্বাচনের খেলাতে ।কারনটা খুবই ইজি তবু, চেষ্টা করি মিলাতে?

বিষয়: বিবিধ

১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File