এদেশে জন্মই যেন আজন্ম পাপ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নজরুল ইসলাম ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৩০:৫১ রাত

িএশ কিংবা তার অধিক প্রাণের বিনিময়ে অজিৃত এদেশ যখন দেখি আমাদের রাজনৈতিক দল প্রধান হয় এরকম থুব কষ্ট লাগে তখন যখন লাশ ছাডা তাদের আরাম আয়েশ হয়না যখন দেখি লাশ ছাডা তাদের মন মানসিকতা স্তির হয়না যখন দেখি লাশ ছাডা তাদের রাতের ঘুম হয়না যখন দেখি লাশ ছাডা তাদের আন্দোলন এর ইস্যু হয়না যারা এদেশকে ভালবেসে বিলিয়ে দিলেন প্রান আজকের এই বাংলার জন্ন্য কি কিসের নেশায় তারা করেছে মরণ নামের যন্তনাকে বরণ মরণ যন্তনায় শামিল হতে পারিনি আমি তবে গ্রাস করেছে আমায় সে যন্তনা কেননা ইতিমধ্যে নিবিড নিকট আত্বার সম্পৃকের খুব কাছের মানুষ হারিয়ে আমি বাকরুদ্ধ আমি দেখেছি লগি বৈঠা নামের দেশের সাধারণ মুসলমান হত্যা আমি দেখেছি রানা প্লাজা নামের দেশের অসহায় জনগোষ্টীকে মরণ পথে ঠেলে দিয়ে দেশের স্বনাম ধন্ন্য প্রতিষ্টান সেনাবাহীনিকে প্রশ্নবিদ্ধ করিয়ে যা পরবৃতী এখজন সুপার অভিনেএীর অভিধাবন আমি দেখেছি ৫মে দশ মিনিটের অভিযান নামের গন মানুষ্ এর মত বিপক্ষে আচরন যারা এসেছিল স্বাধীন বাংলাদেশে এর পর থেকে এই পযৃন্ত সুসংঘঠিত হওয়া নাস্তিকদের কৃমকান্ডের পতিবাদ জানাতে আমি দেখেছি অহিংস পতিরোধ এর নামে দেশের সুৃয তরুণ মেধাবী ছাএদের পাখীর মত ণ্ডলি করে হত্যা করে মেধাহীণ করতে যা অতীতেও ছেয়েছিল অন্তাত বন্ধু র্রাষ্ট বলে পরিচিত শএু দেশটি ঐ র্রাষ্টটির জন্ন্য অমরা অনেক পেয়েছি তার মধ্যে বিভেদ ণ্ডম হত্যা সব ছেয়ে বড পাওয়া হচ্ছে এখটি পিষাস পরিবার মাঝে মাঝে খুব কান্না হয় কেন জন্মেছিলাম যে দেশে হায়েনা আছে এদেশে জন্মই যেন অজন্ম পাপ

বিষয়: বিবিধ

১৫১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File