"ইহা ছহীহ বৌদ্ধধর্ম নহে"
লিখেছেন লিখেছেন ফুয়াদ পাশা ০২ জুন, ২০১৫, ০৫:১৭:৩৩ বিকাল
ধর্মবিশ্বাসীরা নিজ নিজ ধর্মের নামে মানবহত্যাযজ্ঞে লিপ্ত হয় অবলীলায়। সুযোগ পেলে প্রায় যে কোনও ধর্মই হয়ে ওঠে বিধ্বংসী, বর্বর ও অমানবিক। 'ইছলাম শান্তির ধর্ম' - কথাটি এখন কৌতুকে পর্যবসিত হয়েছে। ওদিকে শান্তির ধর্ম হিসেবে বহুল প্রচারিত বৌদ্ধধর্মের দাঁত ও নখ প্রকট হয়ে উঠেছে মিয়ানমারে।
তবে মিয়ানমার বিষয়ে একজন খাঁটি বৌদ্ধ ধর্মবিশ্বাসীকে প্রশ্ন করা হলে তিনি মৃদু হেসে বল্লেন - "ইহা ছহীহ বৌদ্ধধর্ম নহে"
বিষয়: বিবিধ
১৩১৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই আল্লাহ যার অন্তর মোহর মেরে দিয়েছেন তাঁকে কি করে বোঝাবেন?
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : ঠিক তাই, ডারউইন সব ছুমন্তর ধর্মের ভিত কাঁপিয়ে দিয়েছে। ধর্মের সৃষ্টিতত্বকে বাতিল করে দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ইহুদী, মুসলিম...... সব ধর্মের মানুষ এখন বিজ্ঞান ক্লাসে ডারউইনের তত্বকে সঠিক হিসেবেই গ্রহন করেছে। অন্যদিকে ধর্মওলাদের অসার চিল্লা/পাল্লা হালে পানি না পেয়ে তলিয়ে গেছে।আর ধর্মবাজদের রক্ত বন্যায় ইসলাম এখনো বিশ্ব চাম্পিয়ন। মারামারি/খুনাখুনি করার জন্য আল্লার মোমিনদের এখন আর অন্য ধর্মের পিছে লাগতে হয় না। তারা নিজেরা/নিজেরাই খুনাখুনি করে বেহেস্তের হুরপরী ধর্ষনের নেশায় পাগল।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : হুমম! মোহাম্মদের আল্যা কতইনা জ্ঞানি!!তাহলে আদম-হাওয়ার গন্ধম হালুয়া ভক্ষনকেই সব বিজ্ঞানী মেনে নিয়েছে। আর বিজ্ঞান ক্লাসে সেই শিক্ষাই দেয়া হয়? হাহা...
ব্যাপারটা গরুর রচনা শিখার মত। শিখেছে শুধু গরুর রচনা কিন্তু পরীক্ষায় আসলো 'নৌকা ভ্রমন'। উত্তর হলো ঠিকই গরুর বর্ণনা দিয়ে। নৌকা দিয়ে যাচ্ছিলাম, নদীর পাড়ে গরু ঘাস খাচ্ছিল।
িসলাম বিদ্বেষীদের ব্যাপারটাও এরকম।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : ধর্মবাজদের রক্ত বন্যায় ইসলাম এখনো সর্বশ্রেষ্ঠ। মারামারি করার জন্য আল্লার মোমিনদের এখন আর অন্য ধর্মের পিছে লাগতে হয় না। তারা নিজেরা/নিজেরাই খুনাখুনি করে বিশ্ব চ্যাম্পিয়ন।অনেক নাস্তিক আছে যারা কোনো পক্ষ নেয়না। মুসলিম, অমুসলিম কারো বিরুদ্ধে মানবতাবিরোধী কিছু হলে সরব হয়, প্রতিবাদ।
বাংলাদেশী ইসলাম বিদ্বেষী গুলা নাস্তিক না। ওরা দাদাবাবুদের ময়লা ধুতি জিহবা দিয়ে চেটে পরিস্কার করা গোঁড়া।
া
মন্তব্য করতে লগইন করুন