বানে ভাসা ইসলামের হাতিয়ে পাওয়া খড়কূটো চিত্র নায়ক মিঠুন।

লিখেছেন লিখেছেন ফুয়াদ পাশা ২৬ মে, ২০১৫, ১২:৪৯:৪৮ রাত



(তার সোনালী দিনের কিছু স্মৃতি , বাংলাদেশের নাম করা অভিনেতা/অভিনেত্রিদের সাথে)

ঠিক এভাবেই তাকে পরিচয় করিয়ে দেয়া হছ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি জামাতী "ফেসবুক বাঁশেকেল্লা" থেকে নেয়া-


জামাতের ছাগু রাজনীতি আসক্ত সদ্য মৃত এই চিত্র নায়ক মিঠুনের এখন অনেক পরিরিচয়। আনেক বিশেষনে বিভুষিত তিনি। যেমন,

১। পর্দা কাঁপানো কিংবদন্তির নায়ক।

২। ৮০'র দশকের সিনেমা গ্লামার।

৩। হ্যান্ডসাম হিরো।

৪। বাংলা সিনেমার প্রান পুরুষ।

৫। সুচরিতা-মিঠুন জুটির সেই মিঠুন।

৬। ‘ভেজা চোখ’, ‘আয়না বিবির পালা’, ‘বেদের মেয়ে জোসনা’ ‘বাবা কেন চাকর’ ......... খ্যাত সেই মিঠুন ভাই।

তারপর বলা হছ্ছে- ১, তিনি তওবা করে ফিরে এসেছেন। ২, জাহিলিয়াতের নিংরানো রস সিনেমা জগৎ। ৩, ইক্বামাতে দ্বীন গ্রহন করেন। ৪, তাফহীমুল কুরআন তার জীবনের গতিপথ পরিবর্তন করে দেয়। আরবী ভাষায় এমন আরো অনেক চটলদার কথামালা।

এবার আপনারাই বলুন, কে কাকে পুজি করে বৈতরণি পাড় হতে চায়?? রুগ্ন ইসলাম, নাকি বাংলাদেশের চলচ্চিত্র????????

বিষয়: বিবিধ

২৩৫০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322725
২৬ মে ২০১৫ রাত ১০:১৩
মেজর রাহাত০০৭ লিখেছেন : ভালো লাগল। ধন্যবাদ
৩০ মে ২০১৫ রাত ০১:১২
264749

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File