মোহাম্মদ কার্টুন।

লিখেছেন লিখেছেন ফুয়াদ পাশা ০৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৩২:২৪ সকাল



ফ্রান্সের জনপ্রিয় স্যাটায়ার কার্টুন ম্যাগাজিন CHARLIE HEBDO র উপর হামলা করে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল মুসলমান দুর্বৃত্তরা। কিন্তু তরবারির চেয়ে কলমের কালি যে বহুগুন শক্তিধর তা মুসলিমদের জানা ছিল না। হামলার পর CHARLIE HEBDO প্রচার সংখ্যা ৬০ হাজার থেকে রাতারাতি ৩০ লক্ষ ছড়িয়ে গেছে।

মুহাম্মদকে নিয়ে কেন এত কেরিক্যাচার? মূলত নবী মোহাম্মদের অবমাননা ইসলাম ধর্মে ব্লাসফেমি, কল্লা কর্তনযোগ্য অপরাধ। আরো আছে ধর্মের ব্যাপার স্যাপার, মোহাম্মদের অনুগ্রহ ছাড়া স্বপ্নের বেহেস্তে যাওয়া সম্ভব নয়। এজন্যই বেহেস্ত লোভি মুসলমানরা মোহাম্মদ বিষয়ে এত হিংস্র। কিন্তু অমুসলিম এবং এমন কি মুসলিমদের অনেকে মোহাম্মদকে সামান্যই মুল্য দেয়। তাদের মতে নবী মোহাম্মদ একজন যুদ্ধবাজ নারীলোভি ভন্ড ছাড়া আর কিছু না। দ্বন্দ এখানেই।

বিষয়: বিবিধ

২০৩৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303223
০৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৭
রক্তলাল লিখেছেন : মস্তিস্ক বিকৃত হলে এমনই করবেন।
সভ্য সমাজের হলে অন্য মানুষের ধর্মীয় আদর্শ মতধারাকে সন্মান দিতেন।

আপনি আরেকজনের মতাদর্শকে সন্মান না দেখালে সে আপনার মুন্ডুপাত করবেই। এতে আহাজারি করার কিছু নাই।

নিজের প্রতি যার সন্মান নাই সে অন্যকে সন্মান কি দেখাবে।

আপনি বলবেন মুসলমানের কি অধিকার, আমরা বলব কম্যুনিস্ট বা দখলদারীদের কিসের অধিকার।
এতে সংঘাত হবে - যে জিতবে সে থাকবে!

কান্নাকাটির কিছু নাই।
০৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০৮
245263

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : হিন্দু, বৌদ্ধ, ইহুদী, খ্রীষ্টান, এথিষ্ট, মর্মন, শিখ কেউই আহাজারি করে না। ওরা সুস্থ এবং শক্ত অবস্থানে আছে। আহাজারী করে শুধু মুসলিমরা। এই যে, পোষ্টর একদম উপরে দেখতে পাচ্ছেন, উহা মোহাম্মদ কার্টুন। মোহাম্মদের শিশুকামিতার কারনে কেউ মস্করা করে এটি একেছেন হয়তো। এতেই মুসলিমদের আহাজারি এবং আপনারও। বুকের ভিতর কতল করার নেশা টকবগ করে। কিন্তু পুলিশ, এফবিআই অথবা স্কটল্যান্ডইর্য়াডের ভয়ে আপনাদের অনেকেই মুখ কালো করে মাথা নিচু করে রাখেন।

তাই বলি, নবী নবী করে বুক চাপড়ালেই শিশুকামি নবী রেহাই পাবে না। পরমতে ষহিষ্ণু হোন, বাক স্বাধীনতাকে সম্মান করুন। দেখবেন সব ঠিক হয়ে গেছে, বুকটা হালকা লাগছে। ধন্যবাদ।
০৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫৬
245264
রক্তলাল লিখেছেন : ত কি করবেন। বুক চাপড়ান আর ছিড়তে থাকেন।

মুসলিমদের শেষ না করতে পারলে তাদের গু মুখে নিয়াই বইসা থাকেন।

মুসলিমরা যে হারে বংশবৃদ্ধি করতেছে তাতে তাদের সংখ্যা কমার সম্ভাবনা অদুল ভবিষ্যতে নাই।

কান্নাকাটি আর আহাজারি করতেই থাকেন আর নালা নর্দমার কীটের মত গু বিষ্টা ছিটাছিটি করেন।

০৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৪৬
245325

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : বংশ বৃদ্ধি করে বাজিমাত হয় না। সাথে মেধা ও বুদ্ধি বিকাশ প্রয়োজন। মছা/মাছির বংশবৃদ্ধি কিন্তু কম নয়। তবে আপনার মত বুদ্ধি প্রতিবন্ধির কাছে এসব বলে লাভ নেই। ধন্যবাদ।
303226
০৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২১
আলআমিন লিখেছেন : নাস্তিক কুত্তা ফুয়াদ তুই এই ব্লগ থেকে দূর হয়
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৪৭
245326

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : কোরাণের ভাষা ভালই রপ্ত করেছেন।
303235
০৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৯
সজল আহমেদ লিখেছেন : মুক্তিযুদ্ধের কইন্যা ওরফে ফুয়াদ পাশা ওরফে রাজাকারের লাদী আর কত ?
তোমার লাজ শরম কবে হইব ?
শার্লী হেবদো তার বাক স্বাধীনতা দেখায় আর তা নিয়া বাংলা এথিস্টগুলার নাচানাচি আর ভাল্লাগেনা ।বলি শার্লী হেবদো তাগো বাকস্বাধীনতা দেখায় তো ইহুদি ধর্মের নবী মোজেজকে নিয়া একটা ফান কার্টুন ছাপাইন্নার দায়ে এক বুড়ার চাকরি গেছিল এইটা নিয়া কি লিখছো ?
তাছাড়া শার্লী হেবদোর কার্টুনের বিপক্ষে এক ফ্রান্সের কৌতুক অভিনেতা নিরপেক্ষ মন্তব্য করায় সে যে গ্রেপ্তার হইছে এইটা তুমি জানোতো ?
বাংলাব্লগে আইসা বাকস্বাধীনতা ল্যাদাও ?
এখন তোমার মায়রে কিংবা তোমারে গালি দিয়া আমি আমার বাকস্বাধীনতা দেখাই কি কও ?
তুমি তোমার বাপের বৈধ সন্তান কিন্তু আমি কইলাম অবৈধ ,এইটাই তো আমার বাকস্বাধীনতা কি কও?
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৫০
245327

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : আ্রপনি একজন নিঃবোধ। ফ্রান্সের হিউম্যান লির্বাটি বুঝতে হলে কোরাণ-হাদীস ইস্তফা দিয়ে আপনাকে আরো লেখাপড়া করতে হবে। ধন্যবাদ।
303244
০৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৬
দুষ্টু পোলা লিখেছেন : আলআমিন লিখেছেন : নাস্তিক কুত্তা ফুয়াদ তুই এই ব্লগ থেকে দূর হয়
303253
০৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩০
লাথি মার ভাঙ্গরে তালা লিখেছেন : ফুয়াদ পাশা তোমার প্রতি আমার এটুকু বলার
আরও জানার আছে জেনে নাও জানতে মানা নেই আর ইসলাম অন্য সব ধর্ম তেকে আলাদা
কারন শয়তান এই দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্ম কে মূর্তি পুজা করে পেলেছে , কেল ইসলাম কে পারেনাই আর ইসলামের দায় বার নিজ আল্লার হাথে
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৫২
245328

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : মুসলমানরা আল্লাপূজা করতে করতে তলানিতে যেয়ে ঠেকেছে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File