বীরযোদ্ধা কখনো রনাঙ্গন ছেড়ে নারীর আঁচলে লুকায় না।

লিখেছেন লিখেছেন ফুয়াদ পাশা ২৭ আগস্ট, ২০১৪, ০১:৩৮:১২ রাত



ফিলিস্তিনের গাজায় দুই হাজারের বেশি লোক নিহত হওয়ার পর অবশেষে মিসরের মধ্যস্থতায় হামাসের সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনের কর্তাব্যক্তিদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, শিগগিরই চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কিন্তু সিভিলিয়ন পপুলেশনকে জিম্মি করে এ যুদ্ধে হামাস কী পেল? ইসলাইলি আক্রমন থেকে নিজ যোদ্ধাদের বাঁচাতে হামাস কি না করেছে। কিন্ডার গার্ডেন ইস্কুলে হামাস, বৃদ্ধ নিয়াময় কেন্দ্রে হামাস, হাসপাতালের ভিতর হামাস, মসজিদের ভিতর হামাস, জাতিসংঘ সাহায্য সংস্থার অফিসে হামাস।

অথচ ইসরাইল প্রতিটি হামলার আগে ঐ অঞ্চল থেকে সাধারন জনগন কে নিরাপদ স্থানে চলে যাওয়ার পর্যাপ্ত সময় দিয়েছে, বিমান থেকে লিফলেট বিলি করেছে। কিন্তু হামাস চেয়েছিল ফিলিস্তিনি নারী-শিশুর লাশ দিখিয়ে কিস্তিমাত করবে।

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258615
২৭ আগস্ট ২০১৪ রাত ০২:৩৬
আবু সাইফ লিখেছেন : চক্ষু তো অন্ধ হয়না-

বরং অন্ধ হয় সেটাই যা বুকের মাঝে থাকে---

২৭ আগস্ট ২০১৪ রাত ০৩:০৩
202290

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : কার চক্ষু অন্ধ?
258651
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৭
আল সাঈদ লিখেছেন : ভালোতো ভাল না।
258676
২৭ আগস্ট ২০১৪ সকাল ১০:৪৫
গ্রামের পথে পথে লিখেছেন : এসব বুঝলে কি ওদের এই ছাগু দশা?
258780
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৭
সুন্দরের আহবান লিখেছেন : পৃথিবীর প্রতিটি মানুষ দখেছে ইসরাইলী আর ইয়াহুদী নরপশুদের বর্বরতা। মূলত ইয়াহুদীরা জন্মগতভাবেই হিংস্র জানোয়াররের জাত। তাদের পক্ষে লিখে কোন কোন পশু জানান দয়ে যে ওরাও সে হিংস্র জানোয়ারদের দলে আছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File