মানুষ কখনো চাদে যায়নি!!!! এবং ছোট্ট দুটি প্রশ্ন।
লিখেছেন লিখেছেন ফুয়াদ পাশা ১২ জুলাই, ২০১৪, ০৭:৫৮:৪৪ সকাল
(মানুষ কখনো চাদে যায়নি – ছবি সহ প্রমান) -এই শিরমানে একটি নিদারুন বিশ্লেষন ধর্মী পোষ্ট দেখলাম। এখানে : Click this link
শ্রম, পন্ডশ্রম যাই বলেন্না কেন, লেখক সাহেব শরীরের ঘাম ঝড়িয়ে অনেক স্বাক্ষী, সবুদ, কিরা, কসম হাজির নাজির করে শেষমেষ প্রমান করেই ছেড়েছেন চাঁদে আসলেই কোন মানুষ যায় নি।
তারপরও দারুন বুদ্ধিমান লেখক সাহেবের কাছে আমার ছোট্ট দুটি আর্জি :
১। মুসলমানরা সে এতকাল প্রচার করল নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদে আজানের ধ্বনি শুনতে পেয়েছেন সেটি কি মিথ্যা?
২। দুজন নভোচারী স্বচোক্ষে নবীজীর দ্বিখন্ডিত চাঁদ অবলোকন করেছেন সেটিও মিথ্যা?
বিষয়: বিবিধ
২৩৬৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গিয়েছিল সেই ১৯৬৯ সালের জুলাই মাসে । আজ ৪৫ বছর হতে চলেছে । প্রযুক্তিও এত বছরে অনেক এগিয়ে গেছে । এই ৪০-৪৫ বছরে তো চাঁদে একটা টেবিল ও ৪-৬ টা চেয়ার বসাতে পারতো নিদেন পক্ষে ?
আগের ৩ জনের নাম ছাড়া আর কারও নাম শোনা যায় না বা যদি গিয়েও থাকে তাদেরকেও তো আগের জনদের মত সেলিব্রেটি ট্রিট দেবার কথা । তাহলে ৩ জনের পরিবর্তে এখন আমরা ৩০ জনের নাম জানতাম চাঁদের মানুষ হিসেবে।
এখন তো মহাকাশে গিয়ে কি না কি আউল ফাউল গবেষনা করে আর কত আলোকবর্ষ দূরের গ্রহ আবিষ্কার করতে পারলো - তা নিয়ে কি উচ্ছাস !
বোকা বিশ্ববাসীও কল্পনা করে - যে আমরা সেই গ্রহে গিয়ে বাস করবো !
আরে বোকার দল ! সবচেয়ে কাছের যে চাঁদ সেই খানেই ৪৫ বছর আগে গিয়ে আর কখনও যায় নাই আর তারা স্বপ্ন দেখাচ্ছে হাজার হাজার আলোকবর্ষ দূরের গ্রহে যাবে ?! এভাবেই তারা দুনিয়াবাসীকে প্রতি মুহূর্তেই বোকা বানাচ্ছে ।
আমরা সাধারনত দেখি যে , একবার কোন জিনিস ডিসকভারী হয়ে গেলে সেখানে পরবর্তীতে মানুষের যাতায়াত সহজ থেকে সহজতর হয় , যেমন - এভারেস্ট জয় করা ।
চাঁদের বেলায় দেখছি ব্যাপারটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে প্রযুক্তির এত উতকর্ষতার যুগেও !
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : তা তো অবশ্যই। মুসলমানদের মন জয় না করে কারো সাধ্য আছে কিছু করার।তাছাড়া নবীজী পবিত্র চাঁদে দেখে রোজা রাখতেন, এই চাঁদ দেখেই রোজার সমাপ্তি ঘোষণা করতেন। নবীজীর পবিত্র চাঁদ নিয়ে ইহুদী নাসারাদের ষড়যন্ত্র আল্লাহ বেঁচে থাকতে সফল হবে না।
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
এজন্যই তারা অভিশপ্ত ও পথভ্রষ্ট ।
কিয়ামতের মাঠে আল্লাহই তাদেরকে জানিয়ে দেবেন যা নিয়ে তারা বিভক্ত হয়ে গিয়েছিল ।
আর নবীজী আল্লাহর মেহেরবানীতে চাঁদকে ইশারায় দ্বিখন্ডিত করেছিলেন ।
অথচ সেই চাঁদে যাওয়া নিয়ে ইহুদী নাসারারা কত কাহিনী করলো !
মানুষ তখন হুজুগে অনেক কিছুই বিশ্বাস করেছিল । কিন্তু এখন আসল ঘটনা একে একে উঠে আসছে ।
এখন সামান্য এই প্রশ্ন করলেই হয় - প্রযুক্তির এই উতকর্ষতার যুগে এখন কেন চাঁদে গমন হয় না ? শুধু মহাকাশে হাবল নিয়ে কারিকুরি করেই বিশাল ভাব নিয়ে ল্যান্ড করে !
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : ফাঁটা চাঁদের চিপায় নভোচারী আর্মস্ট্রং একবার আছার খেলেই আমেরিকার খবর হয়ে যেত।A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : তা তো অবশ্যই। মুসলমানদের মন জয় না করে কারো সাধ্য আছে কিছু করার।A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : তা তো অবশ্যই। মুসলমানদের মন জয় না করে কারো সাধ্য আছে কিছু করার।চাদে যাওয়ার ঘটনা যেহেতু ভুয়া সেহেতু এ বিষয়ে যা প্রচার হয়েছে তার সবই ভুয়া।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : আপনার মত তথ্যবহুল মুসলমানরা আছে বলেই তো ইসলাম এই অবস্থায় দাড়িয়েছে। ধন্যবাদ।মন্তব্য করতে লগইন করুন