আজ ২৮শে অক্টোবর, স্বাধীনতা বিরোধী জামাত-শিবির দমন করার ঐতিহাসিক দিন।
লিখেছেন লিখেছেন ফুয়াদ পাশা ২৮ অক্টোবর, ২০১৩, ০৬:৪০:১৬ সকাল
২৮শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি স্মরনিয় দিন। ২০০৬ সালে এই দিনে ঢাকার বীর জনতা রাজপথে লাঠিপিটা করে স্বাধীনতা বিরোধী জামাত-শিবির দমন করে ছিল। সাম্প্রতিক সময়ে জামাত-শিবির নিরিহ পথচারি-যাত্রি-বাসড্রাইভারদের পেট্রল ঢেলে আগুনে পুরিয়ে হত্যা করছে। তাদের চোরাগুপ্তা সন্ত্রাসী তান্ডবে গতকাল সারা দেশে ৭ জন প্রান হারিয়েছে, তিন জনের পায়ের রগ কেটে দিয়েছে। গেল এক বছরে জামাত-শিবির কমপক্ষে ২০০ নিরিহ খেটে খাওয়া মানুষের প্রান কেড়ে নিয়েছে।
আজকের ২৮শে অক্টোবরে আবারো গর্জে উঠে সম্মিলিত ভাবে জামাত-শিবিরকে রাজপথে লাঠিপিটা করে দমন করতে হবে।
বিষয়: বিবিধ
১৫৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন