কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই।
লিখেছেন লিখেছেন ফুয়াদ পাশা ২৫ অক্টোবর, ২০১৩, ০৪:১৪:০৩ রাত
নিখিলেশ প্যারিশে, মইদুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে।
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে আর নেই।চলে গেলেন মান্না দে
মান্না দে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ভারতের ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে মারা গেছেন প্রবাদপ্রতিম এ শিল্পী। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, দিন কয়েক আগে শিল্পীর প্রস্রাবে সংক্রমণ দেখা দিয়েছিল। এ কারণে গত কয়েক দিন ধরে তাকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। পাঁচ মাস আগে কিডনির অসুখ নিয়ে ব্যাঙ্গালোরের নারায়ণ হৃদয়ালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন মান্না দে। তখন থেকেই আইসিইউতে ছিলেন এই শিল্পী। এর আগে সোমবার রাতে ওই হাসপাতালের মুখপাত্র কে বাসুকি ও শিল্পীর চিকিৎসক সীমাপ্পা হেগড়ে জানান, মান্নাবাবুর অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। ১৯১৯ সালে কলকাতায় জন্ম নেন প্রবোধ চন্দ্র দে। পরবর্তীতে সঙ্গীত জগতের কাছে প্রবোধ চন্দ্র দে হয়ে ওঠেন মান্না দে। দাদাসাহেব ফালকে, পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার পাওয়া এই গুণী শিল্পী সঙ্গীতজীবনে সাড়ে তিন হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে বাংলা ও হিন্দির পাশাপাশি গুজরাটি, মারাঠিসহ ভারতের বিভিন্ন ভাষার গান রয়েছে। প্রবাদপ্রতিম এ শিল্পীর মৃত্যুতে সারা ভারতে নেমে এসেছে শোকের ছায়া। ভারতের চ্যানেলগুলো মান্না দে’র মৃত্যু সংবাদ প্রচারের পাশাপাশি তার অবিস্মরণীয় গান প্রচার করছে।
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন