কক্সবাজার সৈকতে ব্লগারদের মিলনমেলা Bee Bee Cheer Cheer

লিখেছেন লিখেছেন সিবিএফ- চট্টগ্রাম ১০ মে, ২০১৪, ০৫:৪৬:৪৭ বিকাল

কয়েকবার তারিখ পরিবর্তন করে অবশেষে সফলভাবে অনুষ্ঠিত হল ব্লগারদের মিট-টুগেদার, অপারেশান কক্সবাজার, সাগরপাড়ের মিলনমেলা। এই মিলনমেলায় স্বপরিবারে হাজির প্রবাসীব্লগার মেরাজ ভাই। ব্লগার ওহিদুল ইসলাম ভাইও স্বপরিবারে ছিলেন। মোহাম্মদ ইসহাক খান ভাই জুনিয়রকে নিয়ে এসেছিলেন।



প্রচন্ডগরম, তাপদাহ, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির লুকোচুরি খেলা, দমকা হাওয়া কোনকিছুই দমাতে পারেনি তাদের এই মিশন।

শুরুথেকে ঢাকাসহ আরো কয়েকটি জেলার ব্লগাররা এতে যোগ দেয়ার বিষয়ে আগ্রহে দেখালেও শেষ পর্যন্ত বিভিন্ন ব্যস্ততার কারনে অনেকেই কক্সবাজার যেতে পারেননি । তবে তাদের অনেকেই খোজখবর নিয়েছেন, শুভ কামনা করেছেন।

৯ই মের সৈকত ভ্রমনে ৪ জেলার ব্লগাররা একই সাথে মিলিত হয়েছিলেন। কেউ ২দিন আগে থেকে কেউ ৩দিন আগে থেকে কক্সবাজার গিয়ে ইনানী, হিমছড়িসহ আশপাশের এলাকাসমূহ ভ্রমন করে নিয়েছেন।

আগে যারা কক্সবাজার গিয়েছিলেন তারা পরবর্তীতে যারা গেছেন তাদের মেহমানদারী করেছেন সুন্দরভাবে। খুবই আন্তরিক ও মধুর এই পরিবেশ যেন থাকে চিরদিন, থাাকে অমলিন।

আসুন দেখি কিছু ছবি ।

২.



নায়িকা মনে হয় সাগরে ঝাপ মারছে, নায়করাজ দৌড়ে যাচ্ছে রশি আনতে.... Love Struck

৩.



৪.



৫.



৬.



৭.



হোটেলের রুমে বের হবার প্রস্তুতি চলছে ।

৮.



৯.



১০.



১১.



১২.



ঝাউবাগানে উড়ছে সিবিএফ এর নিশানা ।

১৩.



তিনিতো খুব একা, কিসের যেন অভাব !

১৪.



হোটেলের করিডোর থেকে ঐ দেখা যায় সাগর ।

১৫.



তিনি কি ব্লগিং ছেড়ে সুটিং এর ক্যামরা ম্যানের দায়িত্ব নিয়েছেন ।

১৬.



১৭.



কক্সবাজারে টমটমের মজাই আলাদা ।

১৮.



১৯.



ওরা দূর্বার,সময় এসেছে আজ সামনে এগুবার ।

২০.



শাহজাদা বলে কথা, ভাব একটু নিতেই পারে ।

২১.



২২.



ঝাউবন রেস্তোরায় সাগরের কোড়ালমাছ না খেলে নাকি প্রেসিডেন্ট সাহেব এবং মোহাম্মদ ইসহাক খান ভাইয়ের কক্সবাজার আসা সার্থক হবেনা ।

২৩.



কলাতলী পয়েন্টের ডলফিন চত্তর ।

২৪.



২৫.



উনি বিদেশে যেমন দেশেও তেমন

২৬.



২৭.



২৮.



২৯.



৩০.



লিফটের ভিতর ।

৩১.



Wave Wave

বিষয়: বিবিধ

২১৫২ বার পঠিত, ৭৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219913
১০ মে ২০১৪ বিকাল ০৫:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : ছবি কম হয়ে গিয়েছে।
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
167639
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : ছবি আরো দেয়া হয়েছে । আপনাকে ধন্যবাদ ।Good Luck
219914
১০ মে ২০১৪ বিকাল ০৫:৫৩
লোকমান লিখেছেন : ভালো লাগলো প্রিয় ব্লগারদের এক সাথে দেখে। আরো ছবি দেন।
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
167640
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : ছবি আরো দেয়া হয়েছে, এখন দেখেন প্লিজ ।Good Luck
219920
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই পোস্টট বোধহয় আমাকে আফসোস করার জন্য দেয়া হইছে।
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
167641
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : আপনি চেষ্টা করেছেন উপস্থিত থাকতে । সেজন্য আপনাকে ধন্যবাদ ।Good Luck
219926
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মেরাজ ভাই দেশে গেছে কবে ? সবাইকে হেব্বি লাগতাছে তবে আমাদের বাহার ভাইকে একা দেখে কষ্ট পেলাম। Tongue
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
167642
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : সবাই যখন সাগরের পানিতে ছুটাছুটি করছে তখন তাদের টাকা/মোবাইল/ঘড়ি/ক্যামরা এগুলো পাহারা দিবে কে, বাহার ভাই ভরসা । Happy Happy
219939
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
চেয়ারম্যান লিখেছেন : মহিলা ব্লগারদের ছবি কই ?? Tongue অনেক ভালো লাগলো . যদি থাকতে পারতাম Happy
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
167647
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : মহিলা ব্লগারদের নিয়ে আলাদা পোষ্ট দেয়া হবে পরের পর্বে, চোখ রাখুন নেটের পর্দায় ।Happy Good Luck
219964
১০ মে ২০১৪ রাত ০৮:৪৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : CBF ZINDABAD


১১ মে ২০১৪ দুপুর ০১:১৯
167852
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার অভিজ্ঞতার আলোকে সুন্দর একটি পোষ্ট দিবেন আশা করি ।Good Luck
219965
১০ মে ২০১৪ রাত ০৮:৪৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : CBF ZINDABAD


219966
১০ মে ২০১৪ রাত ০৮:৫২
মোবারক লিখেছেন : ভালো লাগলো
১১ মে ২০১৪ দুপুর ০১:১৯
167853
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Good Luck
219990
১০ মে ২০১৪ রাত ১০:০২
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। সুন্দর সময় কাটিয়েছেন আপনারা । সবাইকে শুভেছ্ছা ।
১১ মে ২০১৪ দুপুর ০১:২০
167854
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও শুভেচ্ছাGood Luck
১০
219995
১০ মে ২০১৪ রাত ১০:৩৪
আনোয়ার আলী লিখেছেন : ভালো লাগলো
১১ মে ২০১৪ দুপুর ০১:২১
167856
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Good Luck
১১
220020
১০ মে ২০১৪ রাত ১১:৪৮
মাই নেম ইজ খান লিখেছেন : অনেক কষ্ট করে এতো গুলো ছবি দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

তবে আমার নামটা কি দিলেন বুঝলাম না!
হয়তো মাই নেম ইজ খান দিন অথবা মুহাম্মাদ ইসহাক খান দিন।

একটু ভুল আছে সংশোধন করে দিবেন আশা করি।
১১ মে ২০১৪ রাত ১২:১০
167707
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : ফেবুতে আপনার নাম যেভাবে আছে সেভাবে দেয়া হয়েছিল । তবুও আপনার কথামত ঠিক করে দেয়া হয়েছে । আপনাকে ধন্যবাদ ।Good Luck
১১ মে ২০১৪ সকাল ১০:০১
167760
মাই নেম ইজ খান লিখেছেন : নামের বানানে এখনও ভুল।

মোহাম্মদ ইসখান খান

ইনি কে ভাই?

আমার নাম: মুহাম্মাদ ইসহাক খান
১১ মে ২০১৪ দুপুর ১২:২৪
167826
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : আন্তরিক দু:খিত ফর বানান মিসটেকGood Luck
১২
220065
১১ মে ২০১৪ সকাল ০৬:১৬
আওণ রাহ'বার লিখেছেন : এই ছবিগুলো না দেখলেই হয়তো আমার জন্য ভালো হতো।
অনেক ধন্যবাদ
১১ মে ২০১৪ দুপুর ০১:২২
167858
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।Good Luck
১৩
220073
১১ মে ২০১৪ সকাল ০৭:১৬
সালাম আজাদী লিখেছেন : আর কি যেতে পারবো ঐ সমুদ্র তটে?
১১ মে ২০১৪ দুপুর ১২:২৬
167828
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : আপনার যাওয়ার ইচ্ছা থাকলে আর আল্লাহর ইচ্ছা থাকলে অবশ্যই যেতে পারবেন । Praying Praying
১১ মে ২০১৪ দুপুর ০১:২৩
167859
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : দেশে আসলে আপনাকে আমরা চট্টগ্রামের ব্লগাররা কিছু সময়ের জন্য হলেও চাই । Praying Good Luck
১২ মে ২০১৪ রাত ০১:০৫
168066
সালাম আজাদী লিখেছেন : বাহার ভাই, চিটাগাং আমার রক্ত ও মাংশের মাঝে মিশে আছে। ওখানের জন্য কী যে মন ব্যস্ত হয়। কিন্তু রোগী হয়ে গেছি। দেশে এসেও যে চিটাগাং যেতে পারবো সে আশা আর করতে পারিনা। আমি না যেতে পারলে আপনারা আসবেন, সুন্দরবনে যাবো সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। আহমাদ মূসা চিনবে, চিনবেন ওখানের অনেকেই। অনেক ধন্যবাদ বাহার ভাই
১৫ মে ২০১৪ সকাল ০৯:৪০
169128
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওস্তাদ! সুন্দরবনে যেতে আমাও মন চায়। মাগার যাওনের মওকা পাইতেছি না। আপনে সাহস দিলে যাওনের হিম্মত কইরবার পারি।
১৫ মে ২০১৪ দুপুর ০১:৪৫
169219
সালাম আজাদী লিখেছেন : পুরো হিম্মত দিলাম গ্যান্জাম রে।
১৫ মে ২০১৪ বিকাল ০৪:০০
169263
আহমদ মুসা লিখেছেন : মুহতারাম ড. আব্দুস সালাম আজাদী স্যার, চট্টগ্রামে আপনাকে দারুণভাবে মিস করছি আমরা। যদি দেশে আসার সুযোগ হয় তবে চট্টগ্রামে আসার আমন্ত্রণ রইল। আইআইইউসিতে আপনারা যে কয়েকজন মহান জ্ঞান সাধক বিদ্যা অর্জনের বীজ রোপন করেছিলেন তা আজ বিশাল বৃক্ষ হয়ে প্রস্ফুটিত গোলাপের মত দুনিয়ার দিকে দিকে জ্ঞানের আলো ফেরি করে বেড়াচ্ছে। আপনাদের হাতে গড়া অনেক ছাত্র আজ বিভিন্ন সেক্টরে অত্যন্ত দক্ষতার সাথেই সাফল্যের নজীর স্থাপন করছে। এটা তো স্যার আপনাদেরই অবদান। একবারই কি এসব বাগানের ফুলগুলোর সুগন্ধি ছড়ানোর অবস্থা দেখার আগ্রহ জাগে না? দেশে আসলে আমাদের অবশ্যই জানাবেন। যদি একান্ত অসুস্থতার কারণে চট্টগ্রামে আসতে নাই বা পারেন। তবে আমরাই চেষ্টা করবো খুলনা গিয়ে আপনার সাথে দেখা করতে।
আমাদের জন্য দোয়া করবেন স্যার। মহান আল্লাহ আপনাকে পূর্ণ সুস্থ্যতা দিয়ে আমাদের মাঝে টিকিয়ে রাখুক যুগ যুগ ধরে।
১৫ মে ২০১৪ বিকাল ০৪:৪০
169274
সালাম আজাদী লিখেছেন : আমি আহমাদ মুসা কে বলবো আমার ভাইদের নিয়ে অবশ্যই সাতক্ষীরা আসবেন। আমার স্বাস্থ্য কুলাবেনা। খুব নড়া চড়া করতে পারিনা তো।
১৪
220088
১১ মে ২০১৪ সকাল ০৯:৩৯
আবু আশফাক লিখেছেন : বর্ণনা আর ছবি দেখে আফসোস করা ছাড়া চারা নেই! কি যে মিস করলাম তা এখন বুঝতে পারছি। কিন্তু কিছুই করার ছিল না। দেখা যাক পরবর্তী কোনো.........
১১ মে ২০১৪ দুপুর ০১:২৪
167860
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : একটু বেশী দুরে হওয়ায় আসলেই কষ্টকর একটি ভ্রমন ছিল । আপনারা সাথে থাকলে আরো বেশী এনজয় করা যেত । Good Luck
১৫ মে ২০১৪ সকাল ০৯:৪২
169129
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হা হা হা! মামানীর মায়া কি আপনেরে বাইন্দা রাখছিল!! যাইতে হারলেন না কিল্লাই?
১৫
220103
১১ মে ২০১৪ সকাল ০৯:৫৩
নেহায়েৎ লিখেছেন : অসাধারণ ছবি আর বর্ণনাভঙ্গি। খুব ভাল লাগল যদিও থাকতে পারি নাই। কিন্তু ধরে নেন সাথেই ছিলাম।
১১ মে ২০১৪ দুপুর ০১:২৫
167861
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হ্যাঁ আপনি সাথেই ছিলেন । এজন্য আপনাকে আন্তরিখ ধন্যবাদ জানাচ্ছি ।Good Luck
১৬
220104
১১ মে ২০১৪ সকাল ০৯:৫৩
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভালো লাগলো প্রিয় ব্লগারদের এক সাথে দেখে।
আমার যাওয়ার অনেক ইচ্ছে ছিল, তারিখটা যদি মাসের প্রথম দিকে হতো যেতে পারতাম, যাহোক সবার জন্য শুভ কামনা রইল, কারো কাছে যদি মেরাজ ভাইর নাম্বারটা থাকে একটু দিবেন কি?
১১ মে ২০১৪ দুপুর ০৩:৫৩
167904
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আসলে যতবার তারিখ দেয়া হয়েছিল ততবার কারো না কারো সমস্যা ছিল । আপনাকে সাথে না পেয়ে অনেক খারাপ লেগেছে। আপনি থাকলে মজাটা কয়েকগুন বেশী হত। Good Luck
১৫ মে ২০১৪ সকাল ০৯:৪৫
169130
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কুন কেতাবে লিখা ছিল আপনের যাওনের ইচ্ছে আছিল? তারিখডা যদি মাসের ৩২ তারিখ নির্ধারণ করা গেলেই কি আপনের যাওনের আশা পুরণ অইতো?
আপনে আমার সাথে পরে যোগাযোগ কইরেন। তহন ব্লগার মেরাজীর নাম্বার পাইবেন।
১৭
220106
১১ মে ২০১৪ সকাল ১০:০৪
আয়নাশাহ লিখেছেন : সবাই দেখি ব্লগার। আমরা যারা ব্লগার নই তাদের জন্য কি কোনো কিছুই নাই? সবকিছুই যদি ব্লগারদের জন্য হয় তবে আমরা কি করবো?
আপনারা একজয় করুন, আমরা দেখে শান্তি পাই।
শুধু একটা কথা, সবাই একসাথে থাকবেন। না আমি বলছি না, ওটা শমীম ওসমানের নসিহত। অবশ্যই মানতে হবে।
১১ মে ২০১৪ দুপুর ০৩:৫৫
167905
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি হচ্ছেন ব্লগারদের ওস্তাদ, দেশে আসলে আপনার নেতৃত্বে সিবিএফ’র সদস্যরা মিটটুগেদার করবে।Good Luck
১৫ মে ২০১৪ সকাল ০৯:৫৫
169131
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হ, হাঁচা কথা কইছেন বদ্দা! আপনে এক্কান ব্লগার না। আপনে হইলেন গিয়া লিখক! আপনের লিখার ভোক্তভোগী বেশুমার এই বলৎ সাইটে!
সবাই এক সাথে থাকনের মজাই আলাদা! গত পরশু জামাতীগো কিল্লা নামে পরিচিত চাটিঁগা থেকে হগলকে এক সাথেই পাকড়াও করণের মহা সুযোগ হাসিল করছিল। আসলেই সবাই এক সাথে থাকনের স্বাদ যে কি মঝা তা অধীনতা বিরোধী জামাত-শিবির থেকে আমাগো শিক্ষা হাসিল করণ লাগবো।
১৮
220183
১১ মে ২০১৪ দুপুর ১২:৫২
চোরাবালি লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying
১১ মে ২০১৪ দুপুর ০১:১৮
167848
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কাঁদতেই থাকুন, আমরা হাসি Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৯
220240
১১ মে ২০১৪ দুপুর ০৩:৫৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি অবাক হয়েছি ইসহাক ভাইয়ের সাহস ও প্রেরনা দেখে । তিনি ৫বছরের জুনিয়রকে নিয়ে ৪৮ঘন্টায় প্রায় ৭/৮শ কিলোমিটার ভ্রমন করেছেন। জুনিয়রও মাশা’আল্লাহ, বাপকা বেটা। আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, আমীন।
১৫ মে ২০১৪ সকাল ০৯:৫৭
169132
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বাপ কা বেটা সিপাহী কা গোটা! মনে অয় গোটাডা বাবার চেয়েও বেশী বিরবিরগ্যা অইবো!
২০
220503
১২ মে ২০১৪ সকাল ০৯:৫৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : কোরাল মাছের সবচেয়ে বড় পিছটা বাহার ভাই এর পাতে পড়েছে। Happy) Happy) Happy) Happy)
১৫ মে ২০১৪ সকাল ০৯:৫৯
169133
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বাগ্যিস গালের ভিতর পড়েনি! গালের ভিতর পড়লে নির্ঘাত গলায় গিয়ে কাটাবিদ্ধ হওনের আশংকা আছিল!
কোরাল কি খায় নাকি গায়ে দেয়? এটা দিয়ে করাত বানানো যায়?
২১
220531
১২ মে ২০১৪ সকাল ১১:২০
সিটিজি৪বিডি লিখেছেন : আনন্দে আনন্দে ভুরে উঠুক আমাদের পথচলা........ব্যস্ত থাকার কারনে যেতে পারি নাই। ভালো লাগলো
১৫ মে ২০১৪ সকাল ১০:০০
169134
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনেরা অনেকেই বিভিন্ন ব্যস্ততার কারণে যাইতে পারেননি। মাগার আমি তো এমনি এমনি যায়নি!
১৫ মে ২০১৪ দুপুর ১২:৫৫
169200
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : Good Luck Good Luck
২২
220634
১২ মে ২০১৪ বিকাল ০৪:৩৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হেরা তো দেখছি গ্যাঞ্জাম ভাল ভাবেই লাগাইছে। মুই একাই একশ। হের লিগ্যা মুই যায় ন।
১৫ মে ২০১৪ দুপুর ১২:৫৫
169201
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : Good Luck Good Luck
২৩
220671
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
শেখের পোলা লিখেছেন : নাঃ আর সহ্য হয়না, কেনই যে বিদেশে পড়ে রইলাম! তবে আর নয়৷ থাকব ইন শাআল্লাহ আপনাদের সাথে৷ ভাল লাগল৷ বাসবে থাকলে আরও ভাল অবশ্যই লাগত৷
১৫ মে ২০১৪ দুপুর ১২:৫৬
169202
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : আশা করি আপনি দেশে আসলে চট্টগ্রামের ব্লগারদের সাথে যোগাযোগ করবেন ।Good Luck
Good Luck আপনার অপেক্ষায় থাকল চট্টগ্রাম ।Happy
২৪
220766
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
ভিশু লিখেছেন : খুব খুবই ভালো লাগ্লো!
সব্বাইকে আমার সশ্রদ্ধ বিপ্লবী সালাম ও সংগ্রামী শুভেচ্ছা!
Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
১৫ মে ২০১৪ সকাল ১০:০১
169135
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনেও গেছেন নাকি?
১৫ মে ২০১৪ দুপুর ১২:৫৭
169203
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : আপনাকেও শুভেচ্ছা ৥ভিশুGood Luck
২৫
220861
১৩ মে ২০১৪ রাত ০১:৫৯
সায়িদ মাহমুদ লিখেছেন : যাক কক্সসবাজার যেথে নাপারার বেদনাটা কিছুটা হলেও লাগব হল ছবি ব্লগের ছবি দেখে।
১৫ মে ২০১৪ দুপুর ১২:৫৭
169204
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : আশা করি আগামীতে সাথে থাকবেন ।Good Luck
২৬
220980
১৩ মে ২০১৪ দুপুর ১২:২৫
egypt12 লিখেছেন : আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যেতে না পারায় দুঃখিত...আপনাদের সাথে আমিও ছবি হয়ে থাকার সুযোগ হতো!!! Day Dreaming
১৫ মে ২০১৪ দুপুর ১২:৫৮
169205
সিবিএফ- চট্টগ্রাম লিখেছেন : আপনাকে সাথে পেলে উপস্থিত সকলের ভাল লাগত ।Good Luck
১৭ মে ২০১৪ সকাল ১০:১৮
169828
egypt12 লিখেছেন : :( Broken Heart
২৭
221870
১৫ মে ২০১৪ দুপুর ০৩:৫৫
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : অনেক ভালো লাগল। আপনাদের সাথে আমিও ছবি হয়ে থাকার সুযোগ হতো!
১৭ মে ২০১৪ বিকাল ০৫:৪৬
169982
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে সাথে পেলে আমাদের ও ভাল লাগত । আপনার এলাকার দিকে কোন ট্যুর করা যায় কিনা ভেবে দেখবেন প্লিজ ।Good Luck
১৮ মে ২০১৪ দুপুর ০৩:১৩
170341
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমার এলাকা থেকে তো ঘুরে এলেন
২৮
222228
১৬ মে ২০১৪ সকাল ০৯:৪৬
হতভাগা লিখেছেন : কক্সবাজার সবসময়ই আমার খুব ফেভারিট ।

মনে হয় আপনাদের এই ছবিগুলো হোটেল সি-গাল এবং ততসংলগ্ন লাবনী বিচের ছবি ।

আমার কাছে কলাতলী বিচ ভাল লাগে নিরিবিলি বলে ।

২১ ও ২২ নং ছবিগুলো কেমন কার্টুন কার্টুন লাগছে ।

ঝাউবন কি হলিডের মোড়েরটা ? সেখানকার রুপচাঁদা ফ্রাই খেয়েছিলাম , পাঁপড়ের মত ।

ইনানী ও হিমছড়ি যেতে সমস্যায় পড়তে হয় ।

সকালে গেলে ধীরে ধীরে বেড়ে যাওয়া গরমে খুব বেশীক্ষন থাকা যায় না বিশেষ করে ইনানীতে , আর বিকেল বেলায় গেলে ফেরার একটা তাড়া থাকে ।

আল'হামদুলিল্লাহ লাস্ট যখন গিয়েছি তখন সকালেই গিয়েছি (হিমছড়িতেই কেবল) এবং সেইদিন আকাশ মেঘলা ছিল এবং সাথে ছিল প্রচন্ড বাতাস ।

এরকম ওয়েদারে ভ্রমন বেশী কমফোর্টেবল হয় ।

১৭ মে ২০১৪ সকাল ১০:৪৪
169837
প্রেসিডেন্ট লিখেছেন : ঠিক বলেছেন। ইনানী বীচে গিয়ে কাঠফাটা রোদে বেশিক্ষণ টিকতে পারিনি। তবে হিমছড়ি বেশ ভালো লেগেছিল। পাহাড়, সাগর, পাহাড়ী ঝর্ণা- রিয়েলী অসাম।
১৭ মে ২০১৪ বিকাল ০৫:৪৭
169983
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঝাউবন হচ্ছে হোটেল সাইমনের পাশে ।Good Luck
২৯
222312
১৬ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
কমিউনিটি ব্লগারস ফোরাম সিবিএফ লিখেছেন : সিবিএফ ছড়িয়ে পড়ুক দিগন্ত ছাড়িয়ে মহা বিশ্বে । সকলের জন্য শুভকামনা সবসময় সবখানে ।
৩০
241541
০৪ জুলাই ২০১৪ সকাল ০৭:১৭
কথার_খই লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File