ইসলামের হালচাল..........................
লিখেছেন লিখেছেন মেয়ে বেলা ০৪ অক্টোবর, ২০১৩, ০৬:৩৮:৪০ সকাল
ঘটনা ১। অক্টোবর ০৩, ২০১৩/আপডেটেড।
দক্ষিণ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছে একটি অভিবাসীবাহী জাহাজ ডুবে কমপক্ষে ৯৪ জন নিহত হয়েছে। সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, জাহাজটিতে প্রায় পাঁচশ জনের মতো অভিবাসী ছিলেন। অভিবাসীদের বেশিরভাগই ইরিত্রিয়া, সোমালিয়া ও ঘানার নাগরিক।
ইহুদী-নাসারা দেশের প্রতি মুসলিমদের এত ঝোক কেন? অথচ ইরিত্রিয়া ও সোমালিয়ায় আল শাবাব যোদ্ধারা ইসলামের সর্বশ্রেষ্ঠ সংবিধান শরিয়া শাসনের স্বর্ণযুগের সূচনা করেছে
ঘটনা ২। অক্টোবর ০৪, ২০১৩ আপডেট।
জনসম্মুখে নগ্ননৃত্যের দায়ে চার ব্যক্তিকে কারাদণ্ড দিলেন সৌদির এক আদালত। এর মধ্যে একজনকে ১০ বছর কারাভোগের পাশাপাশি দুই হাজার বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ওকাজ বৃহস্পতিবার জানিয়েছে, ওই ব্যক্তিরা শীতের ছুটি কাটাতে একটি ক্যাম্পে একত্রিত হয়েছিলেন।
দণ্ডপ্রাপ্ত বাকি তিন ব্যক্তির মধ্যে একজনকে সাত বছরের কারাদণ্ড ও দুই হাজার বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন আদালত। আর বাকি দুই জনকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১২’শ বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়। তাদের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, অতি রক্ষণশীল কাসিম প্রদেশে গাড়ির ছাদে উঠে কয়েকজন ব্যক্তি নাচছেন। যদিও ভিডিওটিতে কাউকে নগ্ন দেখা যায়নি।
২১ শতকের complete code of life!!!(?) ইসলাম বলে কথা।
বিষয়: বিবিধ
১৭৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন