আজ মহালয়া- ত্রিভুবনের মুক্তিদাত্রী অষ্টাদশভূজা মহালক্ষী মা-দূর্গা আজ পৃথিবীতে নেমে আসবেন। আসুন সবাই সর্বশক্তিমতী দুর্গা মাতার পুজো করি।
লিখেছেন লিখেছেন মেয়ে বেলা ০৪ অক্টোবর, ২০১৩, ০১:৩০:১৩ রাত
মানুষ আজ চোক্কু থকতে অন্ধ, মুখ থকতে বধির, তাদের অন্তরর সিলমোহরকৃত। অথচ মাদূর্গার দেয়া আলো বাতাস অক্সিজেন নিয়ে পৃথিবীর প্রতিটি প্রানি বাইচা আছে। ফসলি জমির ধান, আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, খেজুর গাছে খেজুর, পানির নহর, উট দুম্বা শুকর..................... সবই দূর্গামাতার কল্যাণ। কিন্তু নাফরমান অকৃতজ্ঞ মানুষ সবাই কল্যাণময়ী মা দূর্গার কথা ভুলে পৃথিবীর ভোগ বিলাশ আমোদ ফুর্তিতে ডুইবা আছে।
হে মানবজাত-- পৃথিবীতে আজ আবির্ভূতা হবেন ত্রিভুবনের মুক্তিদাত্রী অষ্টাদশভূজা মহালক্ষী মাদূর্গা। সাথে আসবেন গনপতি গনেশ, শষ্য দেবী লক্ষ্মী, বিদ্যাদাত্রী সরস্বতী এবং সত্য সৈনিক কার্তিক। আসুন আমারা সত্যের পথে আসি, দুর্গামাতার পুজো করি। মা দুর্গা আমাদের সবাইকে সত্য বুঝার তৌফিক দান করুন।
বিষয়: বিবিধ
৪৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন