প্রাকৃতিক দুর্যোগে স্রোষ্টার সাহায্য..........................

লিখেছেন লিখেছেন মেয়ে বেলা ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০১:০০:০১ দুপুর

প্রকৃতিক দুর্যোগ- ঝড়, ঝঞ্জা, বন্যা, ভুমিকম্প, সুনামি............ থেকে নিরাপদ থাকার জন্য মানুষ স্রেষ্টার কাছে সাহায্য প্রর্থনা করে। কিন্তু বাস্তবে স্রোষ্টা আদৌ সাহায্য করতে পেরেছে তার প্রমান পৃথিবীর কোথাও নেই। তবে প্রাকৃতিক দুর্যোগের কাছে স্রোষ্টা স্বয়ং নিজেই তলিয়ে যায় তার অহরহ প্রমান প্রায়ই দেখা যায়।



ভূমিধ্বস এবং বন্যা কবলিত হিন্দু মুর্ত্তি।



বন্যায় তলিয়ে যাওয়া লন্ডভন্ড আল্লার ঘর কাবা।[/b]



সুনামিতে বিলিন হয়ে যাওয়া যিশুখ্রীষ্টের ক্রোস।



বৌদ্ধ ধর্মের মহাপ্রভুর প্রতিক পাগুটিয়ে অসহায়ের মত দেখছেন বন্যা কবলিত বৌদ্ধ প্যাগোডা।

বিষয়: বিবিধ

১৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File