হাতবোমা ও গান পাউডারের সাথে 'পরকালের পাসপোর্ট'
লিখেছেন লিখেছেন যমুনার চরে ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫৪:২৪ সকাল
রাজধানীর কল্যাণপুর এলাকার একটি বাসা থেকে গতকাল
রবিবার সকালে বিপুল পরিমাণ গান পাউডার, তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে সেখান থেকে প্রচারপত্র, 'পরকালের পাসপোর্ট' নামে একটি বই এবং 'ইসলামী ছাত্রশিবিরের টি-শার্ট' উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই ভাইকে আটক করেছে মিরপুর থানার পুলিশ। একই সঙ্গে সন্দেহভাজন হিসেবে আরও চারজনকে আটক করা হয়েছে। আটক দুই ভাই হলেন খালিদ ও সাজিদ। তাদের ইসলামী ছাত্রশিবিরের ক্যাডার বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
মিরপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ 'ইত্তেফাক'কে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কল্যাণপুরের ২ নম্বর রোডের ২৭ নম্বর বাড়ির ওপর কয়েকদিন ধরে নজর রাখা হচ্ছিল। রবিবার সকাল ১০টার দিকে বাড়ির পাঁচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে এসব সরঞ্জামসহ ওই দুই ভাইকে আটক করা হয়। ওই দুই ভাইয়ের মধ্যে খালিদ শিবিরের হয়ে বিভিন্ন নাশকতায় জড়িত ছিল বলে স্বীকার করেছে। নাশকতার বিভিন্ন ভিডিও ফুটেজেও তাকে দেখা গেছে। ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে ১০ কেজি গান পাউডার ও বোমা তৈরির ৫০ কেজির মতো সরঞ্জাম রয়েছে। এসব সরঞ্জাম দিয়ে ৪/৫শ' বোমা বানানো যেত। ঘটনাস্থলে পুলিশ 'পরকালের পাসপোর্ট' নামে একটি বই উদ্ধার করেছে। সবুজ রঙের এই বইয়ের মলাটের ওপর গোল করে সোনালি রং দিয়ে 'পরকালের পাসপোর্ট' লেখা। ইংরেজিতে লেখা 'পাসপোর্ট টু দ্য ডে অব জাজেমন্ট'।
বিষয়: বিবিধ
১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন